এসআইআর নিয়ে আতঙ্কিত বঙ্গবাসীতে সভা থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে কেউ ভয় পাবেন না। ভয় পাবেন না। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে। একটা লোকের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শুন্যে নামিয়ে আনব।’
আরও পড়ুন: বাংলায় শুরু শীতের হাওয়ার নাচন, কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে নামল পারদ! ওয়েদার আপডেট
advertisement
বিজেপিতে তোপ দেখে মমতার দাবি, ‘বাংলাকে ভালবাসে না, তাই মণীষীদের অপমান করে। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক। সারা দেশ দখল করেছে। বাংলা দখল করতে চাও! কিন্তু এখানে জনগণের আদালতে হবে বন্দি। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দেবে। তাই সতর্ক করছি বিজেপি দলকে। ভয় দেখাবেন না, আতঙ্ক ছড়াবেন না।’
বনগাঁয় এসআইআর বিরোধী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘এই দেশে থেকে প্রমাণ করতে হবে, আমি এই দেশের নাগরিক কিনা? জেনুইন ভোটার বাদ গেলে, ছেড়ে কথা বলব না’। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে মতুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েক জন আত্মঘাতী হওয়ার অভিযোগও উঠেছে। এই নিয়ে মতুয়া অনুগামীদের নিয়ে অনশনে বসেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
আবীর ঘোষাল
