ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসে, সরকার প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে ২০০০ টাকা করবে। তিনি বলেন, ‘যদি বিজেপি নির্বাচনে জয়ী হয়, তারা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা বা ২০০০ টাকা করে দিতে পারে৷ তারপর আবার, আমাদের আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহের পুরনো অনুশীলনে ফিরে যেতে হবে।’
advertisement
আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!
জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রীয় নেতাদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলে দিল্লির বাবুরা আসে।’ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগের দিনই কটাক্ষ মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘দিল্লির বাবুরা বাংলাকে ভালবাসে না। বাংলার মানুষের ওপর অত্যাচার করেন।’ নাম না করে বহিরাগত তত্ত্বে শান মমতার।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
ঝাড়গ্রামের ছেলেমেয়েরা তিরন্দাজিতে নিয়ে আবারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে কারা ছেলেমেয়েদের জন্য আর্চারি অ্যাকাডেমি করে দিয়েছি। আমার বিশ্বাস, এখানকার ছেলেমেয়োরা অলিম্পিক্সে যাবে। আমি জানি তিরন্দাজিতে আদিবাসীদের ধারে পাশে কেউ নেই। আমি চাই আপনারা অলিম্পিক্স জিতুন।’