TRENDING:

Mamata Banerjee News: 'এসআইআর-এর হিয়ারিং-এ ডাকলে যাবেন কিন্তু!' বড় আশঙ্কায় বঙ্গবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী! দিলেন সমাধানের রাস্তাও

Last Updated:

Mamata Banerjee News: এসআইআর প্রক্রিয়ার অন্যতম ধোঁয়াশাপূর্ণ বিষয়, হিয়ারিং নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন মুখ্যমন্ত্রী?
কী বললেন মুখ্যমন্ত্রী?
advertisement

মুর্শিদাবাদ: ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।এসআইআর আবহে বুধবারই মালদহ থেকে বাংলার মানুষকে আশ্বাসবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, ”কেউ ভয় পাবেন না, ভীত হবেন না। নিশ্চিন্তে থাকুন।” এমনকী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয়বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার জনসাধারণের উদ্দেশ্য পরামর্শ দেন। জানিয়ে দেন, আমি এখন ভোটার লিস্ট নাম তুলিনি। আপনারা না তুললে আমিও তুলব না

advertisement

এরপরই এসআইআর প্রক্রিয়ার অন্যতম ধোঁয়াশাপূর্ণ বিষয়, হিয়ারিং নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সকলের উদ্দেশ্যে বলেন, হিয়ারিংয়ে ডাকলে যাবেন। না হলে আপনার নামটা বাদ দিতে হবে। গ্রাম সভাতে May I Help You বলে একটা ক্যাম্প হবে। যার কোনও সমস্যা হবে, সেখানে যাবেন। সরকার সরকারের কাজ করবে। পার্টি পার্টির কাজ করবে। বিজেপি যদি ভাবে গায়ের জোরে দখল করবে, তাহলে তা হবে না। এসআইআর করতে গিয়ে যারা মারা গিয়েছেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু আছে। এসআইআর করে বিজেপি আরও গেছে। আরও যাবে। ওদের ভাঁড়ার শূন্য করে দিন

advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার মিলবে আজীবন, মালদহ থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! সভায় মহিলাদের ঢল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ভাগ্গিস আমি বীরভূমে জন্মেছিলাম। না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। আমার গলা কেটে দিলেও আমি কাউকে তাড়াব না। কোনও ডিটেনশন ক্যাম্প করব না। রোহিঙ্গারা কোথা থেকে এল? বর্ডার কার হাতে? ভিতরে ভিতরে কারও কারও সঙ্গে যোগাযোগ করবে। এটা তো হয় না

advertisement

মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি যতদিন বাঁচব, সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্মকে সন্মান জানাব। যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে, তাদের থেকে সতর্ক থাকবেন। বিজেপির অনেক টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, দেশের টাকা। আর বিদেশে গিয়ে মালা পরে আসছেন। স্বাস্থ্য থেকে যে জিএসটি তুলে নিয়েছে, তার জন্য জন্য আমাদের থেকে ২০ হাজার কোটি টাকা gst কেটে নিয়েছে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল! বাড়িতেই মিউজিয়াম গড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee News: 'এসআইআর-এর হিয়ারিং-এ ডাকলে যাবেন কিন্তু!' বড় আশঙ্কায় বঙ্গবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী! দিলেন সমাধানের রাস্তাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল