Under 15 Volleyball Competition: তাক লাগানো পারফরম্যান্স, চিনে ভলিবল প্রতিযোগিতায় ডাক ৪ বঙ্গ তনয়ার, হুগলির ২! গর্বে বুকে ভরছে বাংলার
- Reported by:KOUSHIK ADHIKARY
- local18
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly Under 15 Volleyball Competition: চিনে বিশ্ব স্কুল ভলিবলে বাংলার চার কন্যা। ভলিবল খেলে বাংলার মুখ উজ্জ্বল করে এখন চিনে চার কন্যা। চারজন কন্যার তার মধ্যে আছেন হুগলি জেলার দুই কন্যা। হুগলির তারকেশ্বরের একজন ছাত্রী। সবাই এখন চিনে গিয়েছেন। গর্বিত গোটা হুগলি বাসিন্দারা।
advertisement
1/5

চিনে বিশ্ব স্কুল ভলিবলে বাংলার চার কন্যা। ভলিবল খেলে বাংলার মুখ উজ্জ্বল করে এখন চিনে চার কন্যা। চারজন কন্যার তার মধ্যে আছেন হুগলি জেলার দুই কন্যা। হুগলির তারকেশ্বরের একজন ছাত্রী। সবাই এখন চিনে গিয়েছেন। গর্বিত গোটা হুগলি বাসিন্দারা।
advertisement
2/5
ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বিদেশের মাটিতে বাংলার চার কন্যাশ্রী। আজ ৪ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চিনের পিআর শাংলুওতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
advertisement
3/5
১৪ জনের ভারতীয় স্কুল ভলিবল দলে রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নবম শ্রেণীর অভিষিক্তা পাল, দক্ষিণ ২৪ পরগনা জেলার সপ্তম শ্রেণীর সারণ্য ঘোষ এবং হুগলির সপ্তম শ্রেণীর রূপকথা ঘোষ ও অষ্টম শ্রেণীর সহেলি সামন্ত।
advertisement
4/5
২৪ অক্টোবর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচিতে ভারতীয় জাতীয় ভলিবল দলের আবাসিক শিবির অনুষ্ঠিত হয়। গত ১৯ নভেম্বর ২৪ জনের ভারতীয় ভলিবল দল থেকে চূড়ান্ত পর্যায়ের ১৪ জনের দল নির্বাচন করা হয়।
advertisement
5/5
এই পাঁচ বছরে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে অনেকটাই বাংলা এগিয়েছে। সুযোগ-সুবিধা অনেকটাই প্রসারিত হয়েছে। তাই জাতীয় স্কুল গেমসে বাংলা সপ্তম স্থানে উঠে এসেছে। ভলিবল থেকে টেবিল টেনিস, ভারোত্তোলন থেকে যোগাসনl সব ক্ষেত্রেই এগিয়ে বাংলা। এদের সকলের পরিবারের কন্যা বিশ্ব ভলিবলের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে আর চেয়েছেন খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকেও সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা। এদের সকলকেই প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা ভলিবলের কঠোর অনুশীলন করতে হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Under 15 Volleyball Competition: তাক লাগানো পারফরম্যান্স, চিনে ভলিবল প্রতিযোগিতায় ডাক ৪ বঙ্গ তনয়ার, হুগলির ২! গর্বে বুকে ভরছে বাংলার