বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিধায়ক হুমায়ুন কবীর এদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় যান। বুধবার তিনি জানিয়েছিলেন, যে কোনও কিছু ঘটেই যাক, বাবরি মসজিদ তৈরি হবে, ৬তারিখ হবে ভিত্তিপ্রস্তর। মুখ্যমন্ত্রী কিছু বললেও তিনি শুনবেন না বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি বেলডাঙায় প্রস্তাবিত জমি পরিদর্শনও করেন। আর বৃহস্পতিবার নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রীর জনসভায় আসার পর বহিষ্কার করা হয় তাকে।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার মিলবে আজীবন, মালদহ থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! সভায় মহিলাদের ঢল
কলকাতায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম জেলার দুই বিধায়ক নিয়ামত সেখ ও আখরুজজানকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। বহিষ্কারের কথা জানতেই সঙ্গে সঙ্গে হুমায়ুন কবীর জনসভা থেকে বেরিয়ে যায়। শুক্রবার সেই ইস্তাফাপত্র জমা দেবেন বলেই জানান হুমায়ুন কবীর। আগামী ২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন বলেও স্পষ্ট জানালেন হুমায়ুন কবীর।
বহরমপুরের সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, ”এর আগেও ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি আমাকে সাসপেন্ড করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সভায় থাকার জন্য বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে জিজ্ঞাসা করব। তিনি যদি থাকতে বলেন আমি থাকব। তবে মুর্শিদাবাদ জেলাতে ২২ তারিখে নতুন দল গঠন করে তৃণমূলকে দেখিয়ে দেব।”






