এবার খাতড়া এসেই পর্যটন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের গানের তালে মাদল বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জোৎস্না মাণ্ডি। বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, এবার খাতড়ায় বাজালেন ধামসা মাদল।
আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন
advertisement
বুধবার খাতড়ায় প্রশাসনিক সভায় যোগ দিয়ে এলাকার মানুষজনের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই ধরা পড়লমানবিক মুখ্যমন্ত্রীর অন্যরকম চেহারা। ওই অনুষ্ঠানে এলাকার বাসিন্দা সজল বাগদির হাতে মানবিক পেনশন তুলে দিলেন তিনি। পাশাপাশি তার হুইলচেয়ার ঠেলে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থাকলেন নেতা মন্ত্রী প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? এত সহজ প্রশ্ন, অথচ ৯৯%-ই জানেন না উত্তর! আপনি জানেন?
সভা শেষে বাঁকুড়া ছেড়ে ঝাড়গ্রাম রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাঁকুড়ায় সরকারি উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি কি রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তার অপেক্ষাতেই সাধারণ মানুষ।
—- নীলাঞ্জন ব্যানার্জি