২৮ তারিখ থেকে তার সভা করার পরিকল্পনা রয়েছে। নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ও দুটি রোড শো করতে পারেন বলে সূত্রের খবর। এছাড়া বেশ কিছু গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিয়েছেন। গত ৯ ও ১০ মার্চ তিনি নন্দীগ্রামে একাধিক মন্দির, পীরস্থান পরিদর্শন করেন। এমনকি নন্দীগ্রামে একটি সভাও করেন তিনি। যদিও এই সফরের মাঝেই গত ১০ তারিখ তিনি নন্দীগ্রামে আহত হন। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তার পায়ে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেই আঘাতের পরেও চিকিৎসকদের ৪৮ ঘণ্টার পরামর্শ নেওয়ার বিষয়কে দূরে সরিয়ে রেখে তিনি প্রচারে নেমে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক চাপানউতোর। এসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রচার করতে যাচ্ছেন নন্দীগ্রামে।
advertisement
আরও পড়ুন জমজমাট লড়াই, প্রথম দফার ভোটের আগে রবিবাসরীয় প্রচারে মমতা-মোদি-শাহ
ইতিমধ্যেই ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে চেপেই তিনি নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন। গত দুই সপ্তাহ আগে নন্দীগ্রাম সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফের প্রচার করবেন সেখানে। নন্দীগ্রামের ২ ব্লকে তিনি মিছিল করবেন বলে জানিয়েছিলেন। নন্দীগ্রাম আসনে দ্বিতীয় দফায় ভোট হলেও সকলের নজরে এই কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ এই আসনে বিজেপির শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই পাল্টা হুইল চেয়ারে চেপেই নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "১ তারিখ এপ্রিল ফুল বানিয়ে দিন পদ্ম ফুলকে।"