অধিকারী গড়ে কড়া বার্তা দিতে মমতার সভা, রবিবাসরীয় প্রচারে রাজ্যে মোদি-শাহও

Last Updated:

লড়াই হলে জোরদার, বার্তা সব দলের৷

#পূর্ব মেদিনীপুর: পরপর প্রচার সভা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বাংলার নির্বাচনে কোনও ভাবে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি, তা ভালই বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ তাই তো চোট পাওয়া পা নিয়েই দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত৷ বিশেষ নজর অবশ্যই রয়েছে মেদিনীপুরে৷ কারণ এবার নন্দীগ্রামের দিকে নজর গোটা রাজ্যের৷ শনিবারের পর রবিবারও মমতার প্রচার রয়েছে মেদিনীপুর৷ কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে সভা রয়েছে তাঁর৷ গত দু’দিন মেদিনীপুরই প্লাস্টার পায়ে, হুইলচেয়ারে বসে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তিনি প্রচার করেন পটাশপুর, তমলুকে৷ শনিবার সভা ছিল হলদিয়া, খেজুরি, পাঁশকুড়ায়৷ অধিকারী গড়ে মমতার এই সভায় যে ঝাঁঝ বাড়বে,তা বলাই বাহুল্য৷ এই জায়গায় যে তৃণমূলের সংগঠন খুবই পোক্ত, তা আরও একবার জনতাকে বুঝিয়ে দেবেন মমতা৷
রবিবাসরীয় প্রচারে যখন কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা, তখন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাবেন পূর্ব মেদিনীপুরে৷ আজ, রবিবার, এগরায় সভা রয়েছে অমিতের৷ দুপুর ১.৩০ নাগাদ সভা করবেন অমিত শাহ৷ এই সভাতেই সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা ও সাংসদ শিশির অধিকারী৷ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের৷ এবার সেই সম্পর্ক একেবারে ছিন্ন করে শিশির অধিকারীকে দেখা যেতে পারে দল বদলে গেরুয়া পতাকা হাতে তুলে নিতে৷
advertisement
অন্যদিকে আজ সভা রয়েছে মোদিরও৷ রবিবার দুপুরে বাঁকুড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে প্রথম দফায় ২৭ মার্চ বাঁকুড়ায় ভোট৷ সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ফলে রাজ্যে প্রথম দফা ভোটের আগে একেবারে জমজমাট রবিবসরীয় প্রচার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অধিকারী গড়ে কড়া বার্তা দিতে মমতার সভা, রবিবাসরীয় প্রচারে রাজ্যে মোদি-শাহও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement