অধিকারী গড়ে কড়া বার্তা দিতে মমতার সভা, রবিবাসরীয় প্রচারে রাজ্যে মোদি-শাহও

Last Updated:

লড়াই হলে জোরদার, বার্তা সব দলের৷

#পূর্ব মেদিনীপুর: পরপর প্রচার সভা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বাংলার নির্বাচনে কোনও ভাবে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি, তা ভালই বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ তাই তো চোট পাওয়া পা নিয়েই দাপিয়ে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত৷ বিশেষ নজর অবশ্যই রয়েছে মেদিনীপুরে৷ কারণ এবার নন্দীগ্রামের দিকে নজর গোটা রাজ্যের৷ শনিবারের পর রবিবারও মমতার প্রচার রয়েছে মেদিনীপুর৷ কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে সভা রয়েছে তাঁর৷ গত দু’দিন মেদিনীপুরই প্লাস্টার পায়ে, হুইলচেয়ারে বসে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তিনি প্রচার করেন পটাশপুর, তমলুকে৷ শনিবার সভা ছিল হলদিয়া, খেজুরি, পাঁশকুড়ায়৷ অধিকারী গড়ে মমতার এই সভায় যে ঝাঁঝ বাড়বে,তা বলাই বাহুল্য৷ এই জায়গায় যে তৃণমূলের সংগঠন খুবই পোক্ত, তা আরও একবার জনতাকে বুঝিয়ে দেবেন মমতা৷
রবিবাসরীয় প্রচারে যখন কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা, তখন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাবেন পূর্ব মেদিনীপুরে৷ আজ, রবিবার, এগরায় সভা রয়েছে অমিতের৷ দুপুর ১.৩০ নাগাদ সভা করবেন অমিত শাহ৷ এই সভাতেই সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা ও সাংসদ শিশির অধিকারী৷ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের৷ এবার সেই সম্পর্ক একেবারে ছিন্ন করে শিশির অধিকারীকে দেখা যেতে পারে দল বদলে গেরুয়া পতাকা হাতে তুলে নিতে৷
advertisement
অন্যদিকে আজ সভা রয়েছে মোদিরও৷ রবিবার দুপুরে বাঁকুড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে প্রথম দফায় ২৭ মার্চ বাঁকুড়ায় ভোট৷ সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ফলে রাজ্যে প্রথম দফা ভোটের আগে একেবারে জমজমাট রবিবসরীয় প্রচার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অধিকারী গড়ে কড়া বার্তা দিতে মমতার সভা, রবিবাসরীয় প্রচারে রাজ্যে মোদি-শাহও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement