TRENDING:

ওরা রাম নয় রাবণের পুজো করে, ওদের শ্রীরাম আমাদের মা দুর্গা : মমতা

Last Updated:

নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম:  সামনেই লোকসভা নির্বাচন ৷ আর তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় লেগে পড়ছেন রাজনৈতিক নেতারা ৷ আর তারই ইঙ্গিত পাওয়া গেল ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভাতেও ৷
advertisement

সোমবার ঝাড়গ্রামের জনসভাতেও বিজেপি ‘রামমন্দির’ রাজনীতিকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ‘রামমন্দির’-এর প্রসঙ্গ তুলে এদিন মমতা বলেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করছে, বিক্রি করছে দেবতাকে ৷’

মমতা আরও বলেন, ‘ একটা রামমন্দির বানিয়ে ওরা বলছে জয় শ্রীরাম ৷ আমরা কাকে পুজো করি, মা দুর্গাকে ৷ আর মা দুর্গাকেই পুজো করেছিলেন রাম ৷ তাহলে আমরা কাকে পুজো করব? রামচন্দ্রকে পুজো করব? নাকি মাদুর্গাকে ?

advertisement

মমতার কথায়, ‘বিজেপি রাম নয় রাবণের পুজো করে, তারা বারে বারে শান্ত জঙ্গলমহল অশান্ত করার চেষ্টা করছে৷ চিরকালই দাঙ্গা ও বিভাজনের রাজনীতি করে এসেছে ৷ এখন চেষ্টা করছে সারা রাজ্যে আগুন লাগানোর ৷’

এ রাজ্যে কৃষকদের খাজনা মুকুবের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন তাঁর রাজ্যে কৃষকদের কৃষি খাজনা মুকুব হয়েছে ৷ প্রায় ২৫ লক্ষ গৃহহীনদের বাড়ি তৈরি করেছে তাঁর সরকার, আরও ১৫ লক্ষ বাড়ি হবে তৈরি ৷ একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন কালো টাকা থেকে চাকরির প্রতিশ্রুতি, প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন তিনি ৷ তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে মাথায় ফেট্টি বেঁধে গ্রামে ঢুকছে দুষ্কৃতীরা ৷

advertisement

মুখ্যমন্ত্রীর আক্রমণ আরও জোরালো হয়েছে তখনই যখন তিনি নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন ৷ সেই ফাঁদে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ৷ এসেছে গ্যাস নিয়ে দুর্নীতির প্রসঙ্গও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঝাড়গ্রামের মঞ্চ থেকেই সরকারি আধিকারিকদের বার্তা দিয়েছেন, কোনও ভাবেই পরিষেবা বণ্টনে দুর্নীতি বরদাস্ত করবেন না মমতা ৷ রেশন কার্ড জন প্রতিনিধি বা আধিকারিকদের কাছে থাকবেনা ৷ যার কার্ড কেবলমাত্র তার কাছেই থাকবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওরা রাম নয় রাবণের পুজো করে, ওদের শ্রীরাম আমাদের মা দুর্গা : মমতা