এ দিন হিঙ্গলগঞ্জের সামশেরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর শীতবস্ত্র প্রদানের কথা ছিল৷ কিন্তু সেই সমস্ত শীতবস্ত্র পড়েছিল বিডিও অফিসে৷ যা জানতে পেরে চরম ক্ষুব্ধ হন মমতা৷ এর পরেই মঞ্চে উপস্থিত উত্তর চব্বিশ পরগণার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: মমতাকে 'প্রণাম' শুভেন্দুর! 'ধাক্কা' সামলাতে 'মোদি প্রণাম'? হন্যে হয়ে এক 'ছবিই' খুঁজতে মরিয়া বিজেপি
advertisement
এই ঘটনার পরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'জিনিস দিলে সেটা যদি ঠিক না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করে দোষ পড়ে আমাদের উপরে। সরকার একটা দোষ করলে গালাগালি খাই আমি৷ অথচ আমি জানিই না আমার কোনও দোষই নেই৷'
আরও পড়ুন: শীতবস্ত্র নেই কেন, ক্ষুব্ধ মমতা! বক্তব্য থামিয়ে মঞ্চেই বসে রইলেন মুখ্যমন্ত্রী
এ কথা বলার পরেই বক্তব্য থামিয়ে মঞ্চের উপরে বসে পড়েন মুখ্যমন্ত্রী৷ এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য শীত বস্ত্র নিয়ে আসেন সরকারি আধিকারিকরা৷ পরে মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষের কাজ নিয়ে কেউ না করলে আমার রাগ হয়৷ আর মানুষ কাজ পেয়ে গেলে আমি খুশি হই৷'
সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের উপরে পুলিশের নির্যাতনের মতো অভিযোগে বার বারই মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে৷ এ দিন মুখ্যমন্ত্রীর কথায় সেই ক্ষোভই যেন ধরা পড়ল৷