নবান্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার অর্থাৎ আজ হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। সেকেটে রাজনৈতিক দিক থেকে এই রাজনৈতিক সভা কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার এই রাজনৈতিক সভা করার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন নদিয়া জেলাতেই মুখ্যমন্ত্রী। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ছাতিমতলা আমবাগান মাঠ এলাকাতে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনাও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
আরও পড়ুন- কথা মিলল! সোমবারই ২০১৭ প্রাথমিকে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল পর্ষদ
কালীপুজোর আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি জেলায় মাল নদীতে হড়পা বানে মৃত পরিবারদের আত্মীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন কালীপুজো মিটলেই ফের তিনি তার জেলা সফর শুরু করবেন।
আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে তেমনটাই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। তার আগেই বিভিন্ন ব্লকে ব্লকে যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি যাতে দ্রুত শেষ করা হয় সে বিষয়েও নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার এই প্রশাসনিক বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিবের দফতর। মনে করা হচ্ছে বৃহস্পতিবারে প্রশাসনিক বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।