TRENDING:

Mamata Banerjee: 'এটা পেলে, সেটা চায়,' ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মমতা

Last Updated:

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক ইস্যুতে তোপ দাগেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: ডিএ নিয়ে সরকারি কর্মীদের কিছু সংগঠন এখনও ক্ষোভ প্রকাশ করে আসছে। বিষয়টি নিয়ে এদিন মেদিনীপুরের সভা থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ১১,৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। কেন্দ্র টাকা দিচ্ছে না। শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়, রাজ্য কেন্দ্র মিলিয়ে করে। ১০০ দিনের কাজ যারা করবে, তাঁদের নাকি আধার এর সঙ্গে লিঙ্ক করতে হবে। গ্রামের লোকেরা আধার লিঙ্ক করবে? কত গ্রামে ব্যাঙ্ক আছে? আধার লিঙ্ক টা কোথা থেকে করবে? মাথা থেকে নাকি মুন্ডু থেকে? এইগুলো একটু দেখছেন না? আমাদের আবাস যোজনা, ১০০ দিনের টাকা দিচ্ছে না।"

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। বিজেপি এর নেতারা গিয়ে বলছেন জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না। তাহলে আমি কি করে ভোট চাইব? বিজেপি বলছে। আমি বলব, তোমাদের লজ্জা করে না। এই গুলো সাধারণ মানুষের টাকা। আমি ম্যাজিশিয়ান নই। এত টাকা জোগাড় করবো কী করে? টাকা দিচ্ছে না, কোথা থেকে জোগাড় হবে। এটা পেলে সেটা চায়,ওটা পেলে সেটা চায়।"

advertisement

আরও পড়ুন, বকেয়া-সহ অতিরিক্ত বেতন, তবু DA ক্ষোভ কর্পোরেশনের বিরোধী ইউনিয়নের! বড় হুঁশিয়ারি

আরও পড়ুন, মমতার কাছে শিশুর নামকরণের আবদার রাখলেন মা, অভিনব 'এই' নাম দিলেন মুখ্যমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখন কেন্দ্রীয় সরকার ট্যাক্সের টাকা তুলে নেয়। কেন্দ্র জিএসটি-র এর টাকা দেয় না। আগামী বছর থেকে ৫ বছর ৫ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হচ্ছে। যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের এই প্রোগ্রাম হচ্ছে ভবিষ্যৎ। সব ব্যবসায় ভাল চলে। কেউ হোটেল করতে পারেন, দোকান করতে পারেন। তিনি বলেন, কারোর থেকে ভিক্ষা চাইতে হবে না। ২৩ তারিখে মাধ্যমিক শুরু হচ্ছে। তার আগেই সাইকেল দিয়ে দেওয়া হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'এটা পেলে, সেটা চায়,' ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল