Mamata Banerjee: মমতার কাছে শিশুর নামকরণের আবদার রাখলেন মা, অভিনব 'এই' নাম দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee: শিশুর মা তার নামকরণ করার আবদার মুখ্যমন্ত্রীর কাছেই রাখেন আর  মুখ্যমন্ত্রীও ফেরাননি। নাম দেন সবুজশ্রী৷

শিশুর নাম রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কী সেই নাম!
শিশুর নাম রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কী সেই নাম!
মেদিনীপুর: বুধবার বিকেলে মেদিনীপুরে এসেই জনসংযোগ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিকেল নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে করে এসে মেদিনীপুর কলেজ মাঠে পৌঁছন মমতা। নেমেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভাব অভিযোগ জানাতেও পিছপা হলেন না এলাকার স্থানীয় বাসিন্দারা। এক লটারি বিক্রেতা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগ জানান যে, তিনি বাড়ি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে তাঁকে আশ্বস্ত করেন।
কয়েকজন স্কুল পড়ুয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। স্কুলে সব রকমের সুবিধা পাওয়া যাচ্ছে কিনা তা পড়ুয়াদের থেকে জেনে নেন৷  কোলে তুলে নেন এক শিশুকে। শিশুর মা তার নামকরণ করার আবদার মুখ্যমন্ত্রীর কাছেই রাখেন আর  মুখ্যমন্ত্রীও ফেরাননি। নাম দেন সবুজশ্রী৷
আরও পড়ুন: উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত দেহ, কিন্তু পুলিশের দাবি শুনলে চমকে উঠবেন! এমনও হয়!
তিনদিনের জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আজ মেদিনীপুর জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপরপুরুলিয়া পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়াতে দুপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবার রাতে থাকতে পারেন বাঁকুড়া জেলায়।  তিন দিনের এই জেলা সফরে চারটি জেলার সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: মমতার কাছে শিশুর নামকরণের আবদার রাখলেন মা, অভিনব 'এই' নাম দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement