DA Controversy: বকেয়া-সহ অতিরিক্ত বেতন পাবেন, তবু DA ক্ষোভ কর্পোরেশনের বিরোধী ইউনিয়নের! বড় হুঁশিয়ারি

Last Updated:

DA Controversy: সারা দেশে সমস্ত রাজ্য ৩০-৩৫ শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছে। এরাজ্যে অনেক আন্দোলন ও আদালতের কিছুর পর ৩ শতাংশের ঘোষণা। অভিযোগ বিক্ষুব্ধদের।

ডিএ ক্ষোভ কর্পোরেশনে
ডিএ ক্ষোভ কর্পোরেশনে
কলকাতা: মার্চ থেকেই বকেয়া-সহ অতিরিক্ত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। তবুও বকেয়া ডিএ-র ক্ষোভ কমেনি সরকারি কর্মচারীদের। মাত্র ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণায় ক্ষোভ কর্পোরেশনের বিরোধী ইউনিয়নের। ডিএ দেওয়ার জন্য ধন্যবাদ জানায় তৃণমূল প্রভাবিত পৌর ইউনিয়ন।
ডি এ-র দাবিতে রাজ্যজুড়ে চলছে আন্দোলন। শুরু হয়েছে আমরণ অনশন। অনশনকারীরা অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারী সরকারি  কর্মীরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন ডিএ না পেলে আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁরা ডিউটি করবেন না। এদিন ছিল বিধানসভায় রাজ্য বাজেট। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করাকালীনই ডিএ বিষয়ক ঘোষণা করেন।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুরকে ঢালাও উপহার, ৭৫৫ কোটির প্রকল্প উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
৩ শতাংশ ডিএ দেওয়া হবে শুনে বিধানসভায় শাসকদলের প্রভাবিত একাংশের সরকারি কর্মীরা আবীর খেলেন। সরকার ৩ শতাংশ ডিএ দেওয়াতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় তৃণমূল প্রভাবিত কলকাতা পুরসভার ইউনিয়ন নেতৃত্ব। সারা দেশে সমস্ত রাজ্য ৩০-৩৫ শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছে। এ রাজ্যে অনেক আন্দোলন ও আদালতের কিছুর পর ৩ শতাংশের ঘোষণা। রাজ্য সরকারি কর্মী ও স্বশাসিত সংস্থার কর্মীদের সঙ্গে ছেলেখেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনই অভিযোগ বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি প্রভাবিত পুর শ্রমিক কর্মী ইউনিয়নগুলোর।
advertisement
advertisement
. .
আরও পড়ুন: কী কাণ্ড স্কুলে! মিড ডে মিলে নেই ভাত, ডাল কিছুই! দেওয়া হল শুধু ডিম
দীর্ঘদিন ধরেই নিজেদের প্রাপ্য ডিএ না পেয়ে রাজ্যে আন্দোলন শুরু করেছে সরকারি কর্মচারীরা। কর্মচারীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে বুধবার রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। ক্ষোভের আঁচ বোঝা যায় ছোট লাল বাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনেও। এদিন কলকাতা পুরসভার বামপন্থী শ্রমিক, কর্মী সংগঠনের নেতা অনুতোষ সরকার বলেন,  'প্রথমে ডিএ সম্পূর্ন অস্বীকার করেছিল, বলেছিল ডিএ পাওয়ার যোগ্য নয়। পরে সরকার বলে সব ডিএ দেওয়া হয়ে গিয়েছে। এখন ৩ শতাংশের ঘোষণা। রাজ্য সরকারি কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী, শিক্ষকদের নিয়ে ছেলেখেলা করছে। এই সরকার দেউলিয়া, চূড়ান্ত জায়গায় দাঁড়িয়েছে। এতে সমস্যা সমাধান হওয়ার জায়গা নেই। এই আন্দোলন আরও তীব্র হবে। পুরো পাওনা দিতে হবে।'
advertisement
কংগ্রেস প্রভাবিত সংগঠন কে এম সি মজদুর পঞ্চায়েত নেতা দীপক রায়চৌধুী বলেন, 'সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ-র যে দাবি করেছি সামনে শুনানি। আমরা চাই বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ দিক। আমাদের সম্পূর্ন ডিএ না দিলে খুশি হওয়ার জায়গা নেই।' বিজেপি প্রভাবিত ইউনিয়ন কে এম সি মজদুর সঙ্ঘের নেতা অশোক সিনহা বলেন, 'অন্য রাজ্যগুলো ৩৫-৩৬ শতাংশ ডিএ দিয়েছে। সেখানে এ রাজ্যে ৩ শতাংশের ঘোষণা। এটা ভিক্ষা দেওয়ার শামিল। এই ডিএ আমাদের দরকার নেই।' পাল্টা তৃণমূল প্রভাবিত ইউনিয়ন নেতা শ্রীমন্ত ঘোষাল বলেন, 'মানুষের জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমদের পুরসভার আবীর খেলব ৩ শতাংশ ডিএ দেওয়ার জন্য। আগামী দিনে আরও দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না তবু টেনে চালাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী যতটুকু পেরেছেন ততটুকুই দিয়েছেন। সরকারি কর্মীদের প্রতি তাঁর ভালবাসা যথেষ্ট রয়েছে।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Controversy: বকেয়া-সহ অতিরিক্ত বেতন পাবেন, তবু DA ক্ষোভ কর্পোরেশনের বিরোধী ইউনিয়নের! বড় হুঁশিয়ারি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement