সেই সঙ্গে রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষের মনোনীত দু’জন বিভাগীয় প্রধান, রেসিডেন্ট ডক্টরদের একজন, জুনিয়র চিকিৎসকদের একজন প্রতিনিধি, নার্সদের একজন প্রতিনিধি এবং একজন জনপ্রতিনিধি রাখা হবে। নয়া রোগী কল্যাণ সমিতি ৮ জন সদস্যকে নিয়ে তৈরি করা হল।
advertisement
স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার তৈরি করল স্টেট লেভেল গ্রিভ্যান্স রিড্রেসাল কমিটি। সাত জন চিকিৎসককে নিয়ে এই কমিটি তৈরি করা হল। সেই সঙ্গে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসক সৌরভ দত্তর কে এই কমিটির চেয়ারপার্সন করা হল। পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে চিকিৎসক যোগীরাজ রায়কেও। স্টেট লেভেল গ্রিভ্যান্স রিড্রেসাল কমিটির অফিস হবে সল্টলেকের ইনস্টিটিউট অফ হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অফিসে। অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ইমেইল দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজ ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিব-সহ কয়েক জন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সামগ্রিকভাবে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির চিকিৎসা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ জানানোর জন্য কমিটি তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে তা নিয়েও রিপোর্ট নেন মমতা বন্দ্যোপাধ্যায়।