বহরমপুর: ‘সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল’, ‘ ৬ ই ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতির দিন হিসাবে পালন করি’৷ মুর্শিদাবাদের বহরমপুরের সভার শুরুতেই সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, তৃণমূলনেত্রীর মুর্শিদাবাদের সভার দিনই সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে৷
advertisement
এদিন মমতা বলেন, ‘‘সব ধর্মকে সন্মান জানাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। সংবিধান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শিখিয়েছে৷ বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করছে।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মমতার সভাস্থলে পৌঁছেই হুমায়ুন কবীর জানতে পারেন তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে৷ তারপরেই সভাস্থল থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ বিধায়ক৷ পাল্টা দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে জানান, তিনি কালই দল ছাড়বেন৷ তাঁকে ডেকে এনে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক৷
সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম জানিয়েছেন, দলবিরোধী কাজ করার অভিযোগে তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা করে শৃঙ্খলারক্ষা কমিটি এই সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছে৷
আরও পড়ুন: দেশের ৩টি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ ঘোষণা করে দিল RBI, বিবৃতি জারি করে D-SIB তকমা
দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছিল হুমায়ুনকে৷ এমনকি, আলাদা দল তৈরির হুঁশিয়ারিও দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক৷ কিন্তু, গত বুধবার তাঁর এক মন্তব্য চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করে৷ ৬ ডিসেম্বর NH-34-এর ‘দখল’ নেওয়ার হুঁশিয়ারিও দেন৷ তীব্র অস্বস্তিতে পরে তৃণমূল৷ তারপরেই তৃণমূলের এই সিদ্ধান্ত৷
