TRENDING:

Mamata Banerjee: সন্তানসম্ভবা, সঙ্গে ৮ বছরের ছেলে! মমতার মুখে ফের সোনালি খাতুনের নাম...বললেন, ‘আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম’

Last Updated:

প্রসঙ্গত, এ বছরের শুরুতেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বীরভূমের বাসিন্দা সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়৷ মেয়ে সোনালি খাতুন, জামাই দানিশ শেখ এবং ৮ বছরের নাতিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই শুরু করেন ভদু শেখ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

বহরমপুর: বর্তমানে সন্তানসম্ভবা সোনালি খাতুননাগরিকত্বের প্রামাণ্য নথির অভাবে তাঁকে তার ৮ বছরের সন্তান সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ যদিও গত বুধবারই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, মানবিকতার খাতিরে তাঁদের ফিরিয়ে আনা হোক৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদের সভা থেকে ফের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল সেই সোনালি খাতুনের নাম৷

advertisement

এদিন বহরমপুরের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘সোনালি খাতুন৷ তাঁর ছোট ছোট বাচ্ছা আছে। তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। বলেছে ফিরিয়ে দিতে হবে।’’

ক্ষুব্ধ মমতা বলেন, ‘‘বাংলা ভাষার উপর এতো রাগ কেন? বাংলা বিদ্বেষ বিজেপি। বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে৷ কোনও ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায় বিজেপি কান খুলে শুনে নাও।’’

advertisement

আরও পড়ুন : তুললেন না হুমায়ুনের নাম! ‘সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল’, মুর্শিদাবাদের মঞ্চে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা মমতার

প্রসঙ্গত, এ বছরের শুরুতেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বীরভূমের বাসিন্দা সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়মেয়ে সোনালি খাতুন, জামাই দানিশ শেখ এবং ৮ বছরের নাতিকে ফিরিয়ে আনতে আইনি লড়াই শুরু করেন ভদু শেখ৷

advertisement

গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানবিকতার কথা বিবেচনা করেই সোনালি এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফেরানো হবে৷ শুধু ফিরিয়ে আনাই নয়, ভারতে আসার পর অন্তঃসত্ত্বা সোনালি এবং তাঁর ছেলের চিকিৎসা যাতে ঠিক মতো হয়, কেন্দ্রকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

advertisement

আরও পড়ুন: দেশের ৩টি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ ঘোষণা করে দিল RBI, বিবৃতি জারি করে D-SIB তকমা

সোনালি খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক ভদু শেখের কন্যা৷ নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানান, ভদু শেখের নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে নাগরিকত্ব আইন অনুযায়ী সোনালি এবং সোনালির সন্তানরাও ভারতীয় নাগরিকই হবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল! বাড়িতেই মিউজিয়াম গড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: সন্তানসম্ভবা, সঙ্গে ৮ বছরের ছেলে! মমতার মুখে ফের সোনালি খাতুনের নাম...বললেন, ‘আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল