তৃণমূল নেত্রী বলেন, 'কয়েকজন মন্ত্রী, তার মধ্যে তো একজন রেলমন্ত্রী নিজেই আছেন৷ কাউ কাউকে ডেকে বলেছেন রেলে করে দু' দিন আগে বিভিন্ন দেশের ভোট লুটেরারা আসবে৷ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে৷ তারা এলাকায় এলাকায় ঢুকবে, ছাপ্পা করবে, ভোট লুট করবে, পালিয়ে যাবে৷ অফিসাররা যেন তাঁদের খাওয়া, দাওয়ার, থাকার ব্যবস্থা করে৷'
advertisement
নিজের অভিযোগ নিয়ে আত্মবিশ্বাসী মমতা আরও বলেন, 'আপনারা রেলের স্টেশন, জংশনগুলো নজরে রাখবেন৷ বর্ডারগুলো খেয়াল রাখবেন৷ রেলের যে কথা বললাম, সেটা দায়িত্ব নিয়ে বললাম৷ কোনও একটা মিটিংয়ে এটা আলোচনা হয়েছে৷' মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যে তাঁকে এই খবর দিয়েছে তাঁর নাম তিনি বলছেন না কারণ তাতে ওই ব্যক্তির বিপদ হতে পারে৷
শুধু ট্রেনে করে বাইরের লোক নিয়ে এসে ভোট লুটের অভিযোগ নয়, মমতা এ দিন দাবি করেছেন, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্ত দিয়েও জেলায় বাইরের লোক ঢোকানোর চেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ এখনও এই সীমান্ত বন্ধ করা হয়নি৷ ফলে বাইরের থেকে লোক ঢুকে ছাপ্পা ভোট দিতে পারে৷ একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে হেমন্ত সোরেনের কথা হয়েছে৷ তৃণমূলের সমর্থনের হেমন্ত সোরেন রাজ্যে প্রচারেও আসবে বলে জানিয়েছেন মমতা৷