এগরাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতার সংযোজন, “আমি আপনাদের সকলের কাছে মাথানত করে এই ঘটনার জন্য় ক্ষমা চাইছি। আপনাদের যদি কোনও ভাবে কোনও সাহায্য করতে পারি বলবেন।” এগরার ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে আগে থেকেই। সেই নিয়ে এদিন সরব হন খোদ মুখ্যমন্ত্রীও। এমন কিছু ঘটলে অবিলম্বে পুলিশকে জানানোর নির্দেশ দেন তিনি। কিন্তু গ্রামবাসীদের দাবি, লাইসেন্স রয়েছে বলেই জানেন সকলে। বেআইনি ভাবে কারখানা চলছে, তা কী করে বোঝা সম্ভব।
advertisement
আরও পড়ুন: সৌরভের বায়োপিকের বাজেট কত জানেন? জানালেন প্রযোজক! চমকে দেবে অঙ্ক
যদিও মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া প্রসঙ্গে সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘একটা ঘটনা ঘটে যাওয়ার পর ১১ দিন সময় লাগল কেন ক্ষমা চাইতে? মুখ্যমন্ত্রীর কি সত্যি দুঃখিত? নাকি কেউ তাঁকে বলেছেন গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে। তাই তিনি ১১ দিন পর এগরা গিয়ে প্রশাসনিক ব্যর্থতার জন্য ক্ষমা চাইছেন। মানুষ মুখ্যমন্ত্রী এই নাটক ক্রমশ বুঝতে পারেছেন।’
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দেবে ভারতের নতুন সংসদ ভবন, উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এরকম ক্ষমা উনি তো প্রতিদিনই চাইছেন। কেউ রাষ্ট্রপতিকে গালাগাল করে, উনি ক্ষমা চান। কেউ কুড়মিদের গালাগাল করেন, উনি ক্ষমা চান। সারা জীবন কি ক্ষমাই চাইবেন? কোনও সমাধান করবেন না?’