TRENDING:

Mamata Banerjee: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি, সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত! কী ঘোষণা মমতার?

Last Updated:

বাংলায় আসন রফা না হলেও ইন্ডিয়া জোট যে তৃণমূলের সমর্থনের দিকেই তাকিয়ে আছে, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, ইন্ডিয়া জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে ইন্ডিয়া জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূলনেত্রী৷

আরও পড়ুন:মমতার বিরোধিতা করে কংগ্রেসেই কোণঠাসা অধীর? সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড, কড়া বার্তা খাড়গের

advertisement

এ দিন কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ইন্ডিয়াটা আমার দেওয়া নাম। যার জন্য মোদিবাবু ইন্ডিয়া নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ইডি-র অত্যাচার,সিবিআই- এর অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’ প্রসঙ্গত, বিরোধীদের হেনস্থা করতেই মোদি সরকার ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে, দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷

advertisement

বিজেপি যে এবারও মোদি হাওয়ায় ভর করেই ক্ষমতায় ফিরতে চাইছে, তা তাদের প্রচার কৌশল থেকেই স্পষ্ট৷ মমতা বন্দ্যোরপাধ্যায় অবশ্য এ দিন দাবি করেছেন, ‘মোদি হাওয়া উধাও৷ এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। বাংলায় ভুল করেও কংগ্রেস, সিপিআইএমকে ভোট দেবেন না।ইন্ডিয়া জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আমরা একাই একশো। ভোট কাটাকাটি হলে বিজেপির লাভ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলায় আসন রফা না হলেও ইন্ডিয়া জোট যে তৃণমূলের সমর্থনের দিকেই তাকিয়ে আছে, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য নস্যাৎ করে কংগ্রেস সভাপতি ইন্ডিয়া জোটকে সমর্থন নিয়ে মমতার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন৷ কামারপুকুরের পর বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেও তিনি ঘোষণা করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সিএএ এবং এনআরসি বাতিল করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি, সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত! কী ঘোষণা মমতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল