দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর লোকসভায় তৃণমূলের নজরে মহিলা ভোট। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী’তে আবেদন জানানো মহিলাদের পয়লা ফ্রেব্রুয়ারি থেকে দেওয়া হবে সমস্ত সুবিধা। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০২১ সালে এই স্কিম চালু করা হয়।
আরও পড়ুন: ‘আমি রাম-বিরোধী নই, কিন্তু সীতার কথা তো নেই’, পুরনো অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন মমতা!
advertisement
বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ হল কেন্দ্রীয় সরকার। বলছে বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছে। জমি কেনার পয়সা আমাদের। পাইপের রক্ষণাবেক্ষণ আমাদের। আমাদের টাকা নিয়ে যায়। আবার বলছে ঘরে ঘরে জল দিই। মাছের তেলে মাছ ভাজছে।’
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘হাজার কোটি টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সার চাল। এই তো হচ্ছে দেশের হাল। এদের আপনারা বিশ্বাস করবেন না। আমরা করি না। ভোটের সময় দাম কমাবে। আর ভোট হয়ে গেলে দাম বাড়িয়ে উসুল করে নেবে।’
আবীর ঘোষাল