অনুপম সাহা, মিনাখাঁ: বাঘের পর এবার ব্রিজ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মিনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ। ৮ সেকেন্ডের এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ।
AI–তে বানানো ৮ সেকেন্ডের ভিডিও ছবি। যাতে দেখা যাচ্ছে মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে । আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ ।
advertisement
এলাকার মানুষের অভিযোগ, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই না, ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ। আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দুরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে, প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য।
এলাকার মানুষের দাবি, এইরকম ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। যারা করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত।