আরও পড়ুন: রোগী মৃত্যুতে উত্তেজনা ছড়ালো বালুরঘাট জেলা হাসপাতালে, ভুল চিকিৎসার অভিযোগ
শিক্ষাই আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব। তবে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়। শিক্ষার পাশাপাশি গ্রামের পড়ুয়াদের আরও বেশি পরিমানে স্কুলমুখী করার পাশাপাশি বিজ্ঞান চেতনা আনা অপরদিকে কুসংস্কার দূরীকরণে হাতে কলমে বিজ্ঞান শেখার জন্য বিশেষ উদ্যোগ দেখা গেল বিড়ালা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। কর্মমুখী শিক্ষাও বর্তমানে জরুরি বলে মত শিক্ষকমহলের। বইয়ের পাতায় যেটা পড়ছে পড়ুয়ারা সেটা হাতে কলমে শেখাও প্রয়োজন।
advertisement
বিজ্ঞানকে খেলার ছলে গ্রামের স্কুলের পড়ুয়াদের কাছে আরও বেশি জনপ্রিয় ও আগ্রহী করে তোলার জন্যই বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার বাড়াতে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিজ্ঞানকে পৌঁছে দিতে কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে যাদু প্রদর্শনীর আসল কৌশল, কিভাবে নিজেরাই রামধনু তৈরি করতে পারবে, সবকিছু হাতে কলমে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে ব্যখ্যাও করলেন বিজ্ঞান কর্মীরা। যা দেখে মুগ্ধ স্কুলের ছাত্রছাত্রীরা।
জুলফিকার মোল্যা