শুক্রবার ক্যাম্পে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি জানান, এবছর মেলায় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে। থাকছে আ্যন্টি ক্রাইম পেট্রল টিম, সঙ্গে ৪৫০ টি সিসিটিভির মাধ্যমে আলাদাভাবে নজরদারি চালানো হচ্ছে।
ইতিমধ্যে মাহেন্দ্রক্ষণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। শনিবার ভোর থেকে শুরু হবে এবারের শাহি স্নান। চলবে পরদিন সকাল পর্যন্ত। রাতভর পুণ্যার্থী এসেছে। শুক্রবার সকাল থেকেও ভিড় বাড়ছে। ভিড় সামাল দেওয়াই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
এবারের মেলায় ভিড় সামাল দেওয়ার জন্য পিলগ্রিম ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যে ব্যবস্থাপনার মাধ্যমে সাগরে আসা সমস্ত বাস, ভেসেলের অবস্থান ও ভিড়ের ছবি চলে আসবে মেগা কন্ট্রোলরুমে। কোন পয়েন্টে অতিরিক্ত পুণ্যার্থী চলে এলে ব্যবস্থা নেবে প্রশাসন।
আরও পড়ুনঃ এবার ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মেসি-এমবাপে, তালিকায় জায়গাই হল না রোনাল্ডোর
সেই সঙ্গে অতিরিক্ত ভিড়ে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির না সৃষ্টি হয় সেজন্য মেগা কন্ট্রোল রুম ছাড়াও পুলিশের পক্ষ থেকে ২ নং ঘাটের কাছে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকেই চলছে এই নজরদারি। ফলে সাগর মেলা সামাল দিতে পুরোপুরি প্রস্তুত পুলিস প্রশাসন।
Nawab Mallick