কোলাঘাটের কুমারহাটে হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে সকাল ৬টা নাগাদ একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক জানান, “নিমেষের মধ্যেই পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কারখানা ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দু’টি ইঞ্জিন।”
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, কারখানার সামনেই বিদ্যুতের খুঁটি থাকায় শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয়রা মনে করছেন, এলাকায় ভোরবেলা আতশবাজি ফাটানো হচ্ছিল। সেই আতশবাজির আগুনের ফুলকি থেকে ঘটেছে এই বিপত্তি। পুরো ঘটনার তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ।
এই অগ্নিকাণ্ডের ফলে কোলাঘাটেরই কুলিয়া গ্রামের বাসিন্দা নানু ঘড়ার কারখানা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। যদিও ভ্রাতৃদ্বিতীয়ার কারণে কারখানা ছুটি থাকায় ভিতরে কোনও শ্রমিক ছিল না। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কারখানার সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দমকলের কর্মীরা বলেন, হোসিয়ারি শিল্পের কাঁচামাল সহ সব কিছু দাহ্য বস্তু, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে কারখানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেও আগুন ছড়িয়ে পড়েনি। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে বন্ধ করতে পেরেছে। এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার হোসিয়ারি দ্রব্য ও যন্ত্র নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।