TRENDING:

Mahua Moitra News: মহুয়া মৈত্রকে নিয়ে বড় 'ঘোষণা' মমতার! লোকসভার 'টিকিট' ঘিরে তুঙ্গে শোরগোল

Last Updated:

Mahua Moitra News: মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাংসদ পদ হারিয়েছেন, ছাড়তে হয়েছে দিল্লির সরকারি বাংলোও। সেই মহুয়া মৈত্রর পাশে এবার দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মহুয়ার প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, ”মহুয়াকে জোর করে তাড়িয়ে দিয়েছে। কারণ মহুয়া মানুষের কথা বলে। আমার বিশ্বাস মহুয়া মানুষের ভোটে জিতে আরও ভাল করে জিতে আসবে।” অর্থাৎ মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

মমতার কথায়, ”রাণাঘাটে একজনকে আপনারা জেতালেন। সে কী করে বেড়াচ্ছে, আপনারা জানেন। আশা করি রাণাঘাটে সমর্থন পাব এবার। ভোটে জিততে সবাইকে গ্রেফতার করছে।” রীতিমতো রুদ্রমূর্তি ধারন করে মমতার চ্যালেঞ্জ, ”আমাকেও যদি জেলে পোড়েন। আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না, সেদিন কী হবে?”

advertisement

আরও পড়ুন: ‘আমাকে যদি জেলে পোরেন, আমি জেল ফুটো করে বেরিয়ে আসব ’,সভা থেকে হুঙ্কার মমতার

বিরোধীদের জোট নিয়েও মমতার বার্তা, ”আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।”

advertisement

আরও পড়ুন: শেষ মুহূর্তে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! মাধ্যমিক নিয়ে অভিভাবকদের খোলা চিঠি! বিস্তারিত জানুন

তবে, এদিন আলাদা করে নজর করেছে মহুয়াকে নিয়ে করা মমতার মন্তব্য। প্রসঙ্গত, লোকসভা থেকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার পরেও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দলনেত্রী। মহুয়াকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন হয়নি, সেটা এদিন ফের বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Moitra News: মহুয়া মৈত্রকে নিয়ে বড় 'ঘোষণা' মমতার! লোকসভার 'টিকিট' ঘিরে তুঙ্গে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল