মমতার কথায়, ”রাণাঘাটে একজনকে আপনারা জেতালেন। সে কী করে বেড়াচ্ছে, আপনারা জানেন। আশা করি রাণাঘাটে সমর্থন পাব এবার। ভোটে জিততে সবাইকে গ্রেফতার করছে।” রীতিমতো রুদ্রমূর্তি ধারন করে মমতার চ্যালেঞ্জ, ”আমাকেও যদি জেলে পোড়েন। আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না, সেদিন কী হবে?”
advertisement
আরও পড়ুন: ‘আমাকে যদি জেলে পোরেন, আমি জেল ফুটো করে বেরিয়ে আসব ’,সভা থেকে হুঙ্কার মমতার
বিরোধীদের জোট নিয়েও মমতার বার্তা, ”আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।”
আরও পড়ুন: শেষ মুহূর্তে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! মাধ্যমিক নিয়ে অভিভাবকদের খোলা চিঠি! বিস্তারিত জানুন
তবে, এদিন আলাদা করে নজর করেছে মহুয়াকে নিয়ে করা মমতার মন্তব্য। প্রসঙ্গত, লোকসভা থেকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার পরেও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দলনেত্রী। মহুয়াকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন হয়নি, সেটা এদিন ফের বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।