এ প্রসঙ্গে মহুয়া মৈত্র জানান তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি। অপরদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা জানান, এর আগে স্বাধীনতা ছিল না, পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে, সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক নেতৃত্বকে নিয়ে এসেছে।
আরও পড়ুন: শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ, সিঙ্গল উইন্ডো সিস্টেমে জোর রাজ্যের
advertisement
তৃণমূলের সংগঠনে গুরুত্ব বেড়েছে মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র। সাম্প্রতিক সময়ে তাঁর ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে জল্পনা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: ডিপেস্ট মেট্রো স্টেশনের তকমা পেল হাওড়া! কবে থেকে শুরু পরিষেবা? দেখে নিন
অনেকেই বলেছিলেন, তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়-সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। মহুয়া নিজেও বলেছিলেন, দল তার পাশে আছে। এরই মধ্যে মহুয়ার দায়িত্ব বাড়িয়েছে তৃণমূল।