TRENDING:

Mahua Moitra: তৃণমূলে বড় দায়িত্ব পেয়েই চমকে দিলেন মহুয়া মৈত্র! কর্মীরা বলছে, 'এতদিনে সঠিক কাজ'!

Last Updated:

Mahua Moitra: তৃণমূলের সংগঠনে গুরুত্ব বেড়েছে মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েই ব্লক সভাপতি ও বিধায়কদের মিটিং করলেন মহুয়া মৈত্র। রবিবার দুপুরে নদিয়া জেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সমস্ত ব্লক সভাপতি ও বিধায়করা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না কালীগঞ্জের বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়লেন মহুয়া মৈত্র
দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়লেন মহুয়া মৈত্র
advertisement

এ প্রসঙ্গে মহুয়া মৈত্র জানান তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি। অপরদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা জানান, এর আগে স্বাধীনতা ছিল না, পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে, সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক নেতৃত্বকে নিয়ে এসেছে।

আরও পড়ুন: শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ, সিঙ্গল উইন্ডো সিস্টেমে জোর রাজ্যের

advertisement

তৃণমূলের সংগঠনে গুরুত্ব বেড়েছে মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন মহুয়া মৈত্র। সাম্প্রতিক সময়ে তাঁর ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে জল্পনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ডিপেস্ট মেট্রো স্টেশনের তকমা পেল হাওড়া! কবে থেকে শুরু পরিষেবা? দেখে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অনেকেই বলেছিলেন, তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়-সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। মহুয়া নিজেও বলেছিলেন, দল তার পাশে আছে। এরই মধ্যে মহুয়ার দায়িত্ব বাড়িয়েছে তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Moitra: তৃণমূলে বড় দায়িত্ব পেয়েই চমকে দিলেন মহুয়া মৈত্র! কর্মীরা বলছে, 'এতদিনে সঠিক কাজ'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল