তিনি ব্যক্তিগত জীবনেও সর্বদা স্পষ্টভাষী৷ সোজা কথা, সোজা ভাবে বলার জন্য তাঁর খ্যতি৷ সংসদেও জোরের সঙ্গে একাধিক কথা কেন্দ্রীয় সরকারের কানে পৌঁছে দেওয়ার দৃঢ়তা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন মহুয়া৷ সেই মহুয়াকেই কৃষ্ণনগরের সভার ব্যবস্থাপনা কঠোর হাতে পরিচালনা করতে দেখা গেল বুধবার৷ এ দিন সকাল থেকেই তিনি ছিলেন মঞ্চের দায়িত্বে৷ আর সেখান তিনি বারবার শৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন৷
advertisement
আরও পড়ুন : ২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
আরও পড়ুন : গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েইছে, এবার ডেঙ্গির সাথেও'? প্রশ্ন দিলীপের
কখনও তিনি মাইকে ব্লক সভাপতিকে বলে দিচ্ছেন, ‘বরাদ্দ নির্দিষ্ট আসনেই বসুন।’ তাঁর নির্দেশের পরেও যদি কেউ কথা না শোনেন, তখনই আরও বকাঝকা করতে দেখা যাচ্ছে তাঁকে৷ মাঝে মাঝে কড়া ধমক দিতেও দেখা যাচ্ছে তাকে। এ দিন কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা রয়েছে।
যে সভায় যোগ দিতে সকাল থেকেই কর্মী-সমর্থকরা আসছেন৷ আসছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারাও। তাদের প্রত্যেকের জন্যেই আসন নির্দিষ্ট করা আছে৷ অনেকে অতি-উৎসাহী হয়ে এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করলেই নজর পড়ছে মহুয়ার৷ তখনই নির্দেশ আসছে মাইক্রোফোনে৷ স্থানীয় নেতারা বলছেন, পরিস্থিতি দারুণ সামলাচ্ছেন মহুয়া মৈত্র৷