বড়সড় উচ্চতার কাঠের রথের কাঠামো সংস্কারের কাজও শুরু করেছে রাজ পরিবার । করোনার কারণে টানা দু’ বছর রথ টানা বন্ধ থাকার সুযোগে মহিষাদলের প্রাচীন রথ-সড়ক জুড়ে বেড়েছে জবরদখল । গত দু’ বছর রথ টানা বন্ধ থাকলেও এ বছর করোনা আবহ কাটিয়ে ঐতিহ্যবাহী পূর্ব মেদিনীপুরের প্রাচীন মহিষাদল রাজ পরিবারের রথযাত্রা টানা হবে আগের মতোই । সেই লক্ষ্যেই মহিষাদলের রথ সড়ক দখল মুক্ত করার কাজ শুরু করল প্রশাসন । শুরু হয়েছে মাইকে প্রচার । ঐতিহ্যবাহী এই রথে গত দু'বছর করোনার জন্য সামিল হতে পারেননি পুণ্যার্থীরা । দু'বছর পর আবার গড়াবে মহিষাদলের রথের চাকা ।
advertisement
আরও পড়ুন : বহরমপুর ও ডোমকলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর
সামনেই রথযাত্রা ও উৎসব । তারই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । রথের কাঠামো সংস্কার থেকে রথ-সড়কের অবৈধ দখলদারি সরানোর কাজ, সবকিছু শুরু হয়েছে জোরকদমেই । মহিষাদল ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে রাস্তায় দখল করে থাকা সব কিছু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য । শিল্পী ও শ্রমিকরা ইতিমধ্যেই রথ সংস্কারের কাজে হাত লাগিয়েছেন । নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই ঐতিহ্যবাহী রথ। দু’ বছর বন্ধ থাকার পর নতুন করে রথ যাত্রার প্রস্তুতি শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ ।
আরও পড়ুন : মধ্যমগ্রামে দুই প্রজন্ম ধরে চলছে এই চপের দোকান, সন্ধ্যা হলেই উপচে পড়ে ভিড়
রথ প্রস্তুতির খবরে খুশি সবাই । মহিষাদল রাজ পরিবারের এই রথযাত্রা প্রায় আড়াইশো বছরের প্রাচীন । তৎকালীন রাণী জানকীদেবীর আমলে এই রথযাত্রার সূচনা হয়েছিল বলে রাজপরিবারের বংশধররা জানান । শতাব্দীপ্রাচীন এই রথযাত্রা উৎসব রাজ পরিবারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও । রাজ পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধ মিলিয়ে এখন এই রথযাত্রা উৎসব পরিচালনায় অংশ নেন মহিষাদল ব্লক ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারাও । তাঁদের উদ্যোগেই রথ-সড়ক দখলমুক্ত করতে শুরু হয়েছে মাইকে প্রচার।