TRENDING:

Rathayatra 2022: এগিয়ে আসছে আষাঢ়ের পুণ্য লগ্ন, মহিষাদলে জোরকদমে চলছে রথযাত্রার প্রস্তুতি

Last Updated:

Rathayatra 2022: ঐতিহ্যবাহী এই রথে গত দু'বছর করোনার জন্য সামিল হতে পারেননি পুণ্যার্থীরা । দু'বছর পর আবার গড়াবে মহিষাদলের রথের চাকা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল : এগিয়ে আসছে রথযাত্রার দিনক্ষণ । তার আগে রথ সড়ক জবরদখল মুক্ত করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে মহিষাদলে শুরু মাইকিং প্রচার ! শুরু রথের কাঠামো সংস্কারের কাজও । করোনার কারনে গত দু বছর রথের চাকা গড়ায়নি । এবার গড়াবে । কিন্তু অভিযোগ, রথযাত্রা বন্ধ থাকার সুযোগ নিয়ে রথ-সড়কের জায়গায় জায়গায় একশ্রেণীর মানুষ দখলদারি শুরু করায় সমস্যা দেখা দিয়েছে । সেই সমস্যা দূর করতেই আসরে প্রশাসন । শুরু হয়েছে মাইকিং ।
শুরু রথের কাঠামো সংস্কারের কাজও
শুরু রথের কাঠামো সংস্কারের কাজও
advertisement

বড়সড় উচ্চতার কাঠের রথের কাঠামো সংস্কারের কাজও শুরু করেছে রাজ পরিবার । করোনার কারণে টানা দু’ বছর রথ টানা বন্ধ থাকার সুযোগে মহিষাদলের প্রাচীন রথ-সড়ক জুড়ে বেড়েছে জবরদখল । গত দু’ বছর রথ টানা বন্ধ থাকলেও এ বছর করোনা আবহ কাটিয়ে ঐতিহ্যবাহী পূর্ব মেদিনীপুরের প্রাচীন মহিষাদল রাজ পরিবারের রথযাত্রা টানা হবে আগের মতোই । সেই লক্ষ্যেই মহিষাদলের রথ সড়ক দখল মুক্ত করার কাজ শুরু করল প্রশাসন । শুরু হয়েছে মাইকে প্রচার । ঐতিহ্যবাহী এই রথে গত দু'বছর করোনার জন্য সামিল হতে পারেননি পুণ্যার্থীরা । দু'বছর পর আবার গড়াবে মহিষাদলের রথের চাকা ।

advertisement

আরও পড়ুন :  বহরমপুর ও ডোমকলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর

সামনেই রথযাত্রা ও উৎসব । তারই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । রথের কাঠামো সংস্কার থেকে রথ-সড়কের অবৈধ দখলদারি সরানোর কাজ, সবকিছু শুরু হয়েছে জোরকদমেই । মহিষাদল ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে রাস্তায় দখল করে থাকা সব কিছু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য । শিল্পী ও শ্রমিকরা ইতিমধ্যেই রথ সংস্কারের কাজে হাত লাগিয়েছেন । নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই ঐতিহ্যবাহী রথ। দু’ বছর বন্ধ থাকার পর নতুন করে রথ যাত্রার প্রস্তুতি শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ ।

advertisement

আরও পড়ুন : মধ্যমগ্রামে দুই প্রজন্ম ধরে চলছে এই চপের দোকান, সন্ধ্যা হলেই উপচে পড়ে ভিড়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রথ প্রস্তুতির খবরে খুশি সবাই । মহিষাদল রাজ পরিবারের এই রথযাত্রা প্রায় আড়াইশো বছরের প্রাচীন । তৎকালীন রাণী জানকীদেবীর আমলে এই রথযাত্রার সূচনা হয়েছিল বলে রাজপরিবারের বংশধররা জানান । শতাব্দীপ্রাচীন এই রথযাত্রা উৎসব রাজ পরিবারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও । রাজ পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধ মিলিয়ে এখন এই রথযাত্রা উৎসব পরিচালনায় অংশ নেন মহিষাদল ব্লক ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারাও । তাঁদের উদ্যোগেই রথ-সড়ক দখলমুক্ত করতে শুরু হয়েছে মাইকে প্রচার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rathayatra 2022: এগিয়ে আসছে আষাঢ়ের পুণ্য লগ্ন, মহিষাদলে জোরকদমে চলছে রথযাত্রার প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল