আজ সোমবার, সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের স্বামী শেখ নাসির আলি এবং আরও এক যুবককে৷ শিল্পী তাঁর স্বামী নাসিরের ফোন কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে৷ দেখা হচ্ছে শনিবার দু’জনের মধ্যে কখন কথা হয়েছিল৷ তারা আর কাদের সঙ্গে কথা বলেছিলেন৷ এছাড়াও টাওয়ারের লোকেশনও দেখা হচ্ছে৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ এখনও পর্যন্ত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷
advertisement
মহেশতলায় গভীর রাতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বকতলা মোল্লাপাড়ার ঘটনা। স্থানীয় ক্লাবের সম্পাদকের কথা অনুযায়ী গতকাল একটি ধর্মীয় রীতিনীতি উৎসব দেখার জন্য বহু মানুষ গভীর রাত পর্যন্ত মহেশতলার পাটা মোড়ে জড় হয়েছিল। রাত আড়াইটার পর যে যার মতই বাড়ি ফিরে আসছিল তখনই ওই ক্লাবের সদস্যরা দেখতে পায় এক গৃহবধূ তার বাড়ির কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা মহেশতলা থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্বামীর বয়ান অনুযায়ী তার স্ত্রী দীর্ঘ বহু বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত কাজের সূত্রেই তাকে বাইরে বাইরে যেতে হয়। সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন কারোর সঙ্গেই এই পরিবারের কোনও বিবাদ ছিল না তাহলে ঠিক কী কারণে মরতে হল শিল্পী বিবিকে, তা নিয়েই ধোঁয়াশা বাড়ছে৷