TRENDING:

Maheshtala Nurse Death: মহেশতলার নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়, স্বামীই কি ছক কষে খুন করল স্ত্রী শিল্পীকে? ময়নাতদন্তের রিপোর্টে যা বেরিয়ে এল...

Last Updated:

Maheshtala Nurse Death: মহেশতলায় হাড়হিম কাণ্ড৷ শিল্পী বিবি-র ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে খুনের ইঙ্গিত৷ শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনই ইঙ্গিত প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে গলায় কিছু ফাঁস দিয়ে শ্বাস রোধ করা হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলায় হাড়হিম কাণ্ড৷ শিল্পী বিবি-র ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে খুনের ইঙ্গিত৷ শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনই ইঙ্গিত প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে গলায় কিছু ফাঁস দিয়ে শ্বাস রোধ করা হয়েছে । পূর্ণাঙ্গ রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ৷
নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
advertisement

আজ সোমবার, সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের স্বামী শেখ নাসির আলি এবং আরও এক যুবককে৷ শিল্পী তাঁর স্বামী নাসিরের ফোন কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে৷ দেখা হচ্ছে শনিবার দু’জনের মধ্যে কখন কথা হয়েছিল৷ তারা আর কাদের সঙ্গে কথা বলেছিলেন৷ এছাড়াও টাওয়ারের লোকেশনও দেখা হচ্ছে৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ এখনও পর্যন্ত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷

advertisement

আরও পড়ুন-পুষ্টির ‘খনি’…! সপ্তাহে মাত্র ২ দিন খান ‘এই’ মাছ, টাকে গজাবে চুল, হাড় হবে লোহার মতো শক্ত, কোলেস্টেরল-রক্তচাপও বাপ বাপ বলে কমবে!

মহেশতলায় গভীর রাতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বকতলা মোল্লাপাড়ার ঘটনা। স্থানীয় ক্লাবের সম্পাদকের কথা অনুযায়ী গতকাল একটি ধর্মীয় রীতিনীতি উৎসব দেখার জন্য বহু মানুষ গভীর রাত পর্যন্ত মহেশতলার পাটা মোড়ে জড় হয়েছিল। রাত আড়াইটার পর যে যার মতই বাড়ি ফিরে আসছিল তখনই ওই ক্লাবের সদস্যরা দেখতে পায় এক গৃহবধূ তার বাড়ির কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা মহেশতলা থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে সূর্যের, এই ৩ রাশি ‘ভাগ্যবান’, মোটা টাকা বেতন বাড়বে, খুলবে পোড়া কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের শুরুতেই বর্ধমানবাসীর জন্য ফাটাফাটি উপহার! নবরূপে ফিরছে শহরের প্রাণকেন্দ্র টাউনহল
আরও দেখুন

স্বামীর বয়ান অনুযায়ী তার স্ত্রী দীর্ঘ বহু বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত কাজের সূত্রেই তাকে বাইরে বাইরে যেতে হয়। সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন কারোর সঙ্গেই এই পরিবারের কোনও বিবাদ ছিল না তাহলে ঠিক কী কারণে মরতে হল শিল্পী বিবিকে, তা নিয়েই ধোঁয়াশা বাড়ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maheshtala Nurse Death: মহেশতলার নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়, স্বামীই কি ছক কষে খুন করল স্ত্রী শিল্পীকে? ময়নাতদন্তের রিপোর্টে যা বেরিয়ে এল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল