TRENDING:

পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল! তালা ভাঙা, তছনছ ঘর... মহেশতলায় বাড়িতে এ কী হল?

Last Updated:

পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল, মহেশতলায় বাড়ি লুটল লুটেরা গ্যাং। এই ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত গ্যাংয়ের সকল সদস্যদের ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে শুধু ওই চুরির কিনারা নয় অন্য থানা এলাকা থেকে চুরি করা সামগ্রীও উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল, মহেশতলায় বাড়ি লুটল লুটেরা গ্যাং। এই ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত গ্যাংয়ের সকল সদস্যদের ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে শুধু ওই চুরির কিনারা নয় অন্য থানা এলাকা থেকে চুরি করা সামগ্রীও উদ্ধার হয়।
চলছে সাংবাদিক সম্মেলন 
চলছে সাংবাদিক সম্মেলন 
advertisement

জানা গিয়েছে পুজোর ছুটিতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন মহেশতলা থানার পুঁটিখালির বাসিন্দা শুভশ্রী ঘোষ। বাইরে থেকে গোটা বাড়ি তালাবন্ধ ছিল। এরপর তাঁরা বাড়ি ফিরে দেখতে পান বাড়ির মেন গেট-সহ বাড়ির ভিতরের একাধিক দরজার তালা ভাঙা‌। আলমারির তালা ভাঙা, চারপাশে ছড়ানো জিনিসপত্র, বাড়ির অর্ধেক জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। তার পর তিনি থানায় দ্বারস্থ হন।

advertisement

ডাক্তারি পড়ার স্বপ্ন? সবচেয়ে ‘সস্তায়’ কী ভাবে MBBS হবেন? দেশে না বিদেশে? জানুন ‘সহজ’ উপায়! 

দিওয়ালি শুরু হচ্ছে কখন? পুজো করার ‘সঠিক সময়’ জানালেন জ্যোতিষী, এই মুহূর্ত থেকে শুরু করলেই অশুভের বিনাশ!  

এরপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে আইসি মহেশতলা, এসডিপিও, এসওজি টিম নিয়ে তদন্ত শুরু হয়। এ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন। ওই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত হাওড়ার জগাছার বাসিন্দা অজয় সিং সহ মোট পাঁচ জনকে ধরা হয়েছে। এই গ্যাং বিভিন্ন জেলায় এ ধরণের অপরাধ করে থাকে।

advertisement

ওই বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র, কিছু রূপোর গয়না উদ্ধার হয়েছে। অন্য থানা এলাকার চুরি করা সামগ্রীও উদ্ধার হয়েছে। এই গ্যাংটি বিভিন্ন জায়গায় এমন কাজ করে বেড়াত। ফলে একটি গ্যাং ধরা পড়ায় সাফল্য মিলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা ৬০০ বছর পুরনো 'এই' কালীমন্দির
আরও দেখুন

পুজোর সময় ঘুরতে যাওয়া নিয়ে আগেই সতর্ক করেছিল পুলিশ। পুজোর আগেই জানানো হয়েছিল কোথায় গেলে স্থানীয় থানায় জানিয়ে রাখতে। এছাড়াও সোস্যাল মিডিয়ায় ছবি আপলোড না করার মত বিষয়গুলি দেখতে। এই চোরের গ্যাংয়ের ধরে ফেলায় খুশি সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল! তালা ভাঙা, তছনছ ঘর... মহেশতলায় বাড়িতে এ কী হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল