স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার আকড়া হাইস্কুলের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা।
মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!
advertisement
ফ্লাইটে একেবারেই নিষিদ্ধ! পাইলট ও এয়ারহোস্টেসরা করতে পারেন না কোনও দিন! কারণ জানলে মাথা ঘুরে যাবে!
আজকের বিক্ষোভের আগে, গতকাল স্কুল চত্বরে পোস্টার লাগিয়ে অভিযুক্ত শিক্ষকের দ্রুত শাস্তির দাবি জানিয়েছিলেন এলাকাবাসী ও অভিভাবকরাও। এর আগে একাধিকবার স্কুল চত্বরে বিক্ষোভ হয়েছে। আজ ফের স্টেশন রোডে ছাত্রছাত্রীদের অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
শেষপর্যন্ত, পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। তবে স্থানীয়দের প্রশ্ন—“শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও এখনও কেন প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে না?” স্কুল ও এলাকার বাসিন্দাদের মধ্যে এখন ঘনীভূত হচ্ছে অসন্তোষ।