অন্যদিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটায় বাড়িতে বসেই এলইডি স্ক্রিন, টিভি কিংবা কম্পিউটার মনিটরে এমনকি নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনে সিনেমা দেখার প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে সিনেমা হলগুলিতেও সেই হাউসফুল কথাটি ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এ প্রজন্মের কাছে।
আরও পড়ুন : মানুষ তো আছেই… এখানে গবাদি পশুদের দুর্ভোগও মন খারাপ করাবে! ভিলেন কে বলুন তো?
advertisement
তবে ধর্মপ্রাণ নদিয়ার রানাঘাট টকিজ সিনেমা সংক্রান্ত তার ফেলে আসা নানান অভিজ্ঞতা ফেলে আজ এক নতুন ঘটনার সাক্ষী থাকল। এদিন প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই প্রথম হরিনাম কীর্ত্তন নিয়ে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটল সিনেমা হলের মধ্যে।
আরও পড়ুন : সেতু নাকি দোলনা ধরতে পারবেন না! তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত
অনেক যুবক যুবতী যারা ইসকনের ভক্তবৃন্দ, তাঁরাও এদিন উৎসাহ নিয়ে দেখলেন মহাবতার নরসিংহ। জানা যায় এদিন শুক্রবার বহু বছর বাদে ধর্মীয় আবেগ নিয়ে আধুনিক প্রযুক্তি এআই পদ্ধতিতে নির্মিত ধর্মীয় কাহিনী নরসিংহ শুরু হচ্ছে এই সিনেমা হলে। আর প্রথম দিনেই প্রথম শোতে সমস্ত টিকিট বুকিং করালেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রানাঘাট রামনাবমী উদযাপন কমিটি এবং মায়াপুর ইসকনের যৌথ উদ্যোগে এই সিনেমা দেখলেন বহু ভক্তবৃন্দ। তাঁরা সিনেমা নির্মাতা সেন্সর বোর্ড এবং এর সঙ্গে যুক্ত সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাচ্ছেন । পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তুলতে পুরনো সনাতনী কাহিনী এ প্রজন্মের ছেলেমেয়েদেরকে জানাতে সমাজে প্রত্যেক সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়েছেন। এই সিনেমা দেখার জন্য ।