স্থানীয় সূত্রে জানা যায়, সকাল তখন সবে অল্প যান চলাচল করছে, রাস্তায় মানুষের সংখ্যাও কম। রাস্তার পার্শ্ববর্তী কারখানার শ্রমিকরা জানান, হঠাৎ একটা শব্দ। বাইরে বেরিয়ে দেখেন পোষ্টের নিচে একটি বাইক নিচে পড়ে রক্তাক্ত আরোহী। স্থানীয় মানুষ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল।
advertisement
আরও পড়ুন: মালামাল চাষিরা! ২ টাকা কেজি শসা পাকতেই কাড়াকাড়ি! বীজ বিক্রি হচ্ছে এত টাকায়
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাতভর শিবরাত্রি অনুষ্ঠানে ইলেকট্রিকের দায়িত্ব সামাল দিচ্ছিল বছর ২৬ এর যুবক। সারারাত কাজ সেরে সকালে বাড়ি ফেরার সময় এই দূর্ঘটনা। অনেকেই মনে করছেন, সারারাত জেগে কাজ করার ফলে গাড়ি চালানোর সময় চোখে ঘুম নেমে আসায় এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটার মুহূর্তেই স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি।
রাকেশ মাইতি






