হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামের কাছেই বিশ্বকর্মা পুজোর মেলা চলছে। মেলার দোকানের মাঝেই আচমকাই জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি লরি। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এলাকার দুই দোকানদারের। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
advertisement
আরও পড়ুন: ভারতের কোন রাজ্য থেকে ‘সবচেয়ে’ বেশি ‘IAS অফিসার’ বেরোয় জানেন….? চমকে উঠবেন ‘নামে’!
অন্যদিকে মহালয়ার দিনে নিউটাউনের ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। পুলিশ পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মহালয়ার রাতে মর্মান্ত্রিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। ঘটনায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জ্যোতিষ দেবনাথ। এই ঘটনায় গুরুতর আহত কনেস্টেবল ও অপর এক সিভিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জ্যোতিষ দেবনাথ নামের ওই কনস্টেবলের।
