বাসে করে এলাকা থেকে মোট ৪০ জন গিয়েছিল প্রয়াগরাজে কুম্ভস্নানে৷ তাদের কাছ থেকে মাথাপিছু ৬ হাজার টাকা করে নেওয়া হয়৷ সেই টাকার বিনিময়ে যাতায়াত ছাড়াও তিনবেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় বাস ভাড়া করে টাকা নিলেও, এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি মতো খাবার দেওয়া হয়নি৷ প্রতিবাদ করলে মারধর করা হয়৷ এমনকি লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুনঃ এসি-ও ফেল…! তুমুল গরমে মাত্র ৫০০০ টাকায় ঘর হবে স্যুইৎজারল্যান্ডের মতো ঠান্ডা, আজই নিয়ে আসুন বাড়িতে
রানিয়া থেকে ২১ ফেব্রুয়ারি বিকেলে বাস ছাড়া হয়৷ স্নান সেরে ফের ২৬ ফেব্রুয়ারি বিকেলে ফেরে৷ এলাকায় ঢোকার পরেই রড দিয়ে হামলা চালানোর অভিযোগ৷ ট্যুর অপারেটর রঞ্জিত সিং, নন্দু সিং এবং রবি সাউ এর বিরুদ্ধে মারধর করার অভিযোগ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷
সুমন সাহা