শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে, আলুর মাঠ সংলগ্ন প্রীতনগর পাড়ায় অবস্থিত বিশ্বাস বাড়িতে প্রায় ৫০ বছর ধরে হয়ে আসছে দুর্গা, কালী ও লক্ষীনারায়ণ পুজো। এই পুজোর সূচনা বাংলাদেশের যশোর জেলার নড়াইল থেকে। সেখান থেকে সরস্বতী বিশ্বাস পুজো নিয়ে আসেন শান্তিপুরে। আর এখানেই তা পরিণত হয় পারিবারিক ঐতিহ্যে।
advertisement
বিশ্বাস পরিবারের পুজোর বিশেষত্ব হল একইসঙ্গে দুর্গা, কালী ও লক্ষীনারায়ণ ঠাকুরের আরাধনা। পঞ্চমীর দিন পুরনো ঠাকুর বিসর্জন দিয়ে ষষ্ঠীতে আনা হয় নতুন প্রতিমা। তবে লক্ষীনারায়ণ ঠাকুরের বিসর্জন হয় না। তিনি সারা বছর থাকেন বাড়িতে। এক মন্দিরেই পৃথক বেদীতে তিন দেবতার নিত্যপুজো হয় নিষ্ঠাভরে।
ষষ্ঠীর দিন হয় ষষ্ঠীপুজো ও সন্ধ্যায় লক্ষীনারায়ণ পুজো। সপ্তমী ও অষ্টমীতে হয় দুর্গাপুজো এবং অষ্টমীর রাতেই অনুষ্ঠিত হয় কালীপুজো। বিসর্জনের এই ঐতিহ্যবাহী রীতি ও নতুন প্রতিমা আগমনের মধ্য দিয়ে বিশ্বাস পরিবারে দেবীপক্ষের সূচনা ঘটে প্রতি বছর।
এই অনন্য ধর্মীয় এবং সাংস্কৃতিক চর্চা শুধু বিশ্বাস পরিবারের গণ্ডিতেই নয়, শান্তিপুরবাসীর কাছেও এক আবেগের বিষয়। নতুনের আগমনের আগে পুরনোর বিদায় এই দর্শনেই নিহিত বিশ্বাস পরিবারের শতাব্দীপ্রাচীন পুজোর মূল কথা।