খুচরো পয়সা-ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা প্রতিমা! লোহার কারিগরের তুখোড় হাতের কাজ, ভিনজেলাতেও পৌঁছেছে হাওড়ার শিল্পীর তৈরি মূর্তি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Idol: বিগত কয়েক বছরে প্রতিমা তৈরিতে চমক দিচ্ছেন হাওড়ার বাগনানের শ্যাম জানা। এবার খুচরো পয়সা ও ভাঙা কাঁচের চুড়ি দিয়ে দুর্গা মূর্তি তৈরি করছেন এই শিল্পী।
advertisement
ছোটোখাটো চেহারার শ্যামের মধ্যে শৈল্পিক নৈপুণ্যতার কোনও খামতি নেই। সেই শিল্পজ্ঞানেই মাটির তৈরি প্রতিমার পাশাপাশি নারকেল ছোবড়া, সুপারি, কিছু ভাঙা কাঁচের চুড়ি ও গামছার মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করছেন। এহেন জিনিস দিয়ে প্রতিমা তৈরিতে বিস্তীর্ণ এলাকাজুড়ে শ্যাম জানার বেশ সুনাম রয়েছে। তাঁর হাতে তৈরি প্রতিমা হাওড়া জেলার পাশাপাশি হুগলি এবং মেদিনীপুরের বিভিন্ন স্থানে পৌঁছেছে।
advertisement
advertisement
advertisement
এবার শিল্পী শ্যাম জানার হাতে তৈরি হচ্ছে কাঁচের দুর্গা ও অচল পয়সার দুর্গা। হাওড়ার বাগনানের সন্তোষপুর গ্রামের বাসিন্দা শ্যাম। সারা বছর সংসার চালাতে সাতসকালে সাইকেল নিয়ে রেল স্টেশন পৌঁছন। এরপর বাগনান স্টেশন থেকে ট্রেন ধরে শহর হাওড়ায় পৌঁছাতে হয়। তবে পুজোর কয়েকটা দিন কারখানার কাজের পাশাপাশি চলে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে সঙ্গত দেন স্ত্রী তৃষ্ণা, কন্যা সুস্মিতা ও পড়ুয়া প্রতিবেশী বিজয় দাস। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)