Durga Puja 2025: পুজোয় ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত? বাটানগরে কোথায় করবেন পেট পুজো? রইল ভুরিভোজের সেরা ঠিকানা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Durga Puja 2025: এবছর বাটানগর নিউল্যান্ড কমিটির পুজো দেখতে মহালয়ার দিন থেকে মানুষজন আসছেন। মহালয়া থেকে সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো। কলকাতার খুব কাছেই অবস্থিত এই পুজো গত বেশ কয়েকবছর ধরে সকলের নজর কাড়ছে।
advertisement
1/6

বাটানগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবছর বাটানগর নিউল্যান্ড কমিটির পুজো দেখতে মহালয়ার দিন থেকে মানুষজন আসছেন। মহালয়া থেকে সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো। কলকাতার খুব কাছেই অবস্থিত এই পুজো গত বেশ কয়েকবছর ধরে সকলের নজর কাড়ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
কলকাতা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পুজো শহরতলির পুজোগুলির মধ্যে অন্যতম। শিয়ালদহ থেকে আসলে আখড়া ও নুঙ্গি স্টেশনে নেমে এই পুজোয় আসা যায়। এই দুটি স্টেশন থেকে কয়েক কিলোমিটারের মধ্যে এই পুজো পড়ে।
advertisement
3/6
এই পুজোর এবছর থিম ওড়িশার ধবলগিরি মন্দির। এই মন্দির দেখতে এই রাজ্য থেকে প্রচুর পর্যটক যান প্রতিবছর। এবছর সেই ধবলগিরি মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে বাংলানগরে।
advertisement
4/6
পুজো দেখার ফাঁকে খাওয়াদাওয়া তো সারতেই হবে। বাটানগরে ঠাকুর দেখার পর কোথায় সারবেন পেটপুজো, রইল হদিস। পুজো মন্ডপের কাছেই পেয়ে যাবেন অনেক ফাস্টফুডের দোকান। খুব সুন্দর খাবার পাবেন এখানে। তবে কাছেই বিষ্ণুর পাপড়ি চাট দোকানে সুন্দর ফাস্টফুড পাবেন।
advertisement
5/6
সীসা ফুড এখানে প্রচুর চাইনিজ খাবার পাবেন। মোমো থেকে মেয়োনিজ। চাউমিন থেকে চাইনিজ ফাস্টফুড সবকিছুই পাবেন এখানে। পুজো ছাড়াও সারাবছর এখানে প্রচুর মানুষজন আসেন। পুজোতে আসলে আপনি ঘুরে দেখতেই পারেন এখানে।
advertisement
6/6
এছাড়াও কাছেই রয়েছে তান্দুরি ওয়েভ। এখানে তান্দুরি থেকে মাংসের বিভিন্ন পদ পাবেন এখানে। পুজো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে এখানে খেয়ে শরীরকে চাঙ্গা করে নিতে পারবেন আপনিও। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুজোয় ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত? বাটানগরে কোথায় করবেন পেট পুজো? রইল ভুরিভোজের সেরা ঠিকানা