এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে৷ বিক্ষোভ দেখানোর সময় স্কুলের কর্মচারীদের মারে চার জন ছাত্র আহত হয়েছে বলেও অভিযোগ৷
আরও পড়ুন: রোজ মর্নিং ওয়াক, শারীরিক কসরত! শ্যামপুরে কলেজে দৌড়ের পরই মৃত্যু ১৯ বছরের ছাত্রের
রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকার বেসরকারি ওটু স্কুলের ১০১ জন ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৮০জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে মুর্শিদাবাদেরই আহিরণ বাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ও বাকি ২১ জন পড়ুয়ার সিট পড়েছে ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে।
advertisement
আহিরণ বাঙাবাড়ি স্কুলে যে ছাত্রদের সিট পড়েছে, তাদের অভিযোগ ওই স্কুলের পরীক্ষকরা কোনও ভাবেই পরীক্ষা চলার সময় নকল করতে দিচ্ছেন না৷ এ দিন অঙ্ক পরীক্ষা দিয়েই রঘুনাথগঞ্জে নিজেদের স্কুলের সামনে জমায়েত করে ওই বেসরকারি স্কুলের ছাত্ররা৷ তাদের অভিযোগ, আহিরণের ওই স্কুলে যাতে বাকি পরীক্ষার দিনগুলিতে নকল করা যায়, সেই ব্যবস্থা করে দিতে হবে তাদের নিজের স্কুলকে৷ বিক্ষোভকারী ছাত্রদের দাবি, ধুলিয়ানের স্কুলে তাদের যে বন্ধুদের সিট পড়েছে৷ সেখানে পরীক্ষায় নকল করতে কোনও সমস্যাই হচ্ছে না৷
এই বিক্ষোভ চলাকালীনই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে ছাত্রদের৷ অভিযোগ, স্কুলের কর্মচারীরা চার জন ছাত্রকে মারধর করে৷ আহত অবস্থায় ওই ছাত্রদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ওই বেসরকারি স্কুলে৷ এর পর পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্রদের সরিয়ে দেয়৷