TRENDING:

Madhyamik 2025: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতেও টুকলিতে বাধা! ছাত্রদের বিক্ষোভ, মুর্শিদাবাদের স্কুলে তুলকালাম

Last Updated:

আহিরণ বাঙাবাড়ি স্কুলে যে ছাত্রদের সিট পড়েছে, তাদের অভিযোগ ওই স্কুলের পরীক্ষকরা কোনও ভাবেই পরীক্ষা চলার সময় নকল করতে দিচ্ছেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়, রঘুনাথগঞ্জ: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা বলে কথা৷ আর সেই পরীক্ষায় নকল করতে বাধা দিলেন পরীক্ষকরা৷ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় নকল করতে বাধা পেয়েই মেজাজ হারাল পরীক্ষার্থীরা৷ টুকলি করতে দেওয়ার দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভও দেখাল মাধ্যমিক পরীক্ষার্থীরা৷
রঘুনাথগঞ্জের স্কুলে ছাত্রদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা৷
রঘুনাথগঞ্জের স্কুলে ছাত্রদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা৷
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে৷ বিক্ষোভ দেখানোর সময় স্কুলের কর্মচারীদের মারে চার জন ছাত্র আহত হয়েছে বলেও অভিযোগ৷

আরও পড়ুন: রোজ মর্নিং ওয়াক, শারীরিক কসরত! শ্যামপুরে কলেজে দৌড়ের পরই মৃত্যু ১৯ বছরের ছাত্রের

রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকার বেসরকারি ওটু স্কুলের ১০১ জন ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৮০জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে মুর্শিদাবাদেরই আহিরণ বাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ও বাকি ২১ জন পড়ুয়ার সিট পড়েছে ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে।

advertisement

আহিরণ বাঙাবাড়ি স্কুলে যে ছাত্রদের সিট পড়েছে, তাদের অভিযোগ ওই স্কুলের পরীক্ষকরা কোনও ভাবেই পরীক্ষা চলার সময় নকল করতে দিচ্ছেন না৷ এ দিন অঙ্ক পরীক্ষা দিয়েই রঘুনাথগঞ্জে নিজেদের স্কুলের সামনে জমায়েত করে ওই বেসরকারি স্কুলের ছাত্ররা৷ তাদের অভিযোগ, আহিরণের ওই স্কুলে যাতে বাকি পরীক্ষার দিনগুলিতে নকল করা যায়, সেই ব্যবস্থা করে দিতে হবে তাদের নিজের স্কুলকে৷ বিক্ষোভকারী ছাত্রদের দাবি, ধুলিয়ানের স্কুলে তাদের যে বন্ধুদের সিট পড়েছে৷ সেখানে পরীক্ষায় নকল করতে কোনও সমস্যাই হচ্ছে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই বিক্ষোভ চলাকালীনই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে ছাত্রদের৷ অভিযোগ, স্কুলের কর্মচারীরা চার জন ছাত্রকে মারধর করে৷ আহত অবস্থায় ওই ছাত্রদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ওই বেসরকারি স্কুলে৷ এর পর পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্রদের সরিয়ে দেয়৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik 2025: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতেও টুকলিতে বাধা! ছাত্রদের বিক্ষোভ, মুর্শিদাবাদের স্কুলে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল