শীতকালে কুয়াশার জন্য অনেক সময় অসুবিধা হয়। নদী পেরিয়ে অন্যত্র যেতে অনেক দেরি হয়ে যায় মাঝেমধ্যেই। এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায় না পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষায় সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে চায় তারা।
advertisement
সেই কারণেই মৌসুনি দ্বীপের ছাত্রছাত্রীদের দেখা গিয়েছে অন্যত্র পাড়ি দিতে। টিনের ট্যাঙ্কে প্রয়োজনীয় বইখাতার সঙ্গে কয়েকদিনের প্রয়োজনীয় পোশাকও গুছিয়ে নিয়ে যায় তারা।
জানা গিয়েছে, নামখানার মৌসুনি দ্বীপে দু’টি মাধ্যমিক স্কুল রয়েছে। এই দুটি স্কুলের সিট পড়েছে নদী পেরিয়ে নামখানা ব্লকের অন্য দুটি স্কুলে। সেজন্য এই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে থেকেই পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রের পাশে থাকা আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে উঠেছে। আবার অনেকে পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি ঘর ভাড়া করে রয়েছে। পরীক্ষার্থীদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার ঘটনার স্বাক্ষী থেকেছে গোটা মৌসুনি দ্বীপ।
Nawab Mullick