TRENDING:

রাস্তায় সারি সারি পড়ে রয়েছে ‘মাইক্রো জেরক্স’-র কাগজ ! মাধ্যমিকে টুকলি আটকানো কার সাধ্যি

Last Updated:

হাইটেক টুকলি আটকাতে বীরভূমের বিভিন্ন জায়গায় বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতে কি ! ইচ্ছা থাকলে উপায় ঠিক হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় বীরভূমে প্রশাসনিক কড়াকড়ি ছিল খুবই। পরীক্ষার রুমে টুকলি করতে পারেনি ছাত্রছাত্রীরা। হাইটেক টুকলি আটকাতে বীরভূমের বিভিন্ন জায়গায় বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতে কি ! ইচ্ছা থাকলেই উপায় ঠিক হয় ৷
advertisement

ছাত্র-ছাত্রীদের বাথরুম যাওয়া আটকাবে কে ? তবে এই টুকলি একটু অন্যরকম ৷ এই টুকলি করার আগে একটু বই পড়তে হবে,  সেই পড়া কিছুটা মনে রাখতে হবে। তারপর শরীরের কোনও এক গোপন স্থানে কিছু প্রশ্নের উত্তর মাইক্রো জেরক্স নিয়ে যাওয়া তারপর বাথরুমের কোন গোপন জায়গায় সেই সমস্ত মাইক্রো জেরক্স রেখে দেওয়া। বাকি বন্ধুদেরও জানিয়ে দেওয়া বাথরুমের কোন গোপন স্থানে রাখা রয়েছে মাইক্রো জেরক্স গুলি।তারপর পরীক্ষা রুম থেকে বাথরুমে গিয়ে প্রশ্নগুলির উত্তর গুলি এক চোখে দেখে একটু ঝালিয়ে নেওয়া তারপর যতটা মনে করা সম্ভব তা পরীক্ষার খাতায় লেখা।

advertisement

তার প্রমান গুলি পরীক্ষার পরে দেখা যাচ্ছে বীরভূমের বিভিন্ন স্কুলের আশপাশে। পরীক্ষা শেষের দিন ছাত্রছাত্রীরা বুঝিয়ে দিল যে টুকলি তারা করেছে, টুকলির মাইক্রো জেরক্স-এর ছোট ছোট টুকরো করে স্কুলের আশপাশে ছড়িয়ে দিয়ে গিয়েছে তারা। কোনো কোনো ক্ষেত্রে স্কুল পরিষ্কারের সময় ঝাঁট দিতে গিয়ে সেই ছোট ছোট টুকরোগুলিই এখন বেরিয়ে আসছে প্রকাশ্যে। তবে এই কুচি কুচি টুকলির কাগজ বেশি পাওয়া গিয়েছে শেষদিনের পরীক্ষার পর,  কারণ মাধ্যমিক চলাকালীন যদি ওই টুকরো চোখে আসতো তাহলে স্কুলগুলি আরও বেশি কড়াকড়ি শুরু করতে পারত ৷ সেই ভয়ে নিজেদের টুকলি নিজেরাই সামলে এসেছিল ছাত্রছাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 Supratim Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় সারি সারি পড়ে রয়েছে ‘মাইক্রো জেরক্স’-র কাগজ ! মাধ্যমিকে টুকলি আটকানো কার সাধ্যি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল