TRENDING:

চূড়ান্ত অভাব, নিজে পেপার বিক্রি করে সংসার চলে, মাধ্যমিকের পর কী? সেই চিন্তায় দেবাঞ্জন

Last Updated:

বাড়িতে বাবা,মা,বোন আছে। তাই এই ভাবেই বছরের পর বছর কাটিয়ে আসছে দেবাঞ্জন। একটি দূর্ঘটনার পর বাবা চোখে দেখতে পান না, তার প্রতিবন্দ্বি ভাতা এবং মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও সংসারের উপকারে লাগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলন্দা এলাকার বাসিন্দা দেবাঞ্জন ভুঁইয়া। বর্তমানে সবংয়ের বিলকুয়া হাইস্কুলের দশম শ্রেনীর পড়ুয়া। মাঝে আর কয়েক দিন পর মাধ্যমিক দেবে সে। কিন্তু তাতেও কী নিস্তার আছে দেবাঞ্জনের? প্রতিদিনের কাজ তাকে করতেই হয়। নাহলে সংসার চলবে কী করে? তাই মাধ্যমিক থাক আর যাই থাক পেপার তাকে বিক্রি করতেই হবে।
News18
News18
advertisement

হ্যাঁ প্রতিদিন সকালে কোলন্দার এই মাধ্যমিক পরীক্ষার্থী সকালে বাড়ি বাড়ি পেপার বিক্রি করে। আর তাতে যা আয় হয় সেই দিয়েই চলে সংসার। তাই প্রতিদিন সকালে পেপার বিক্রি,তারপর বাড়িতে পড়াশুনা আর তারপরেই স্কুল। সেরকম ভাল ভাবে টিউশান পড়ার অর্থটুকুও নেই। কারণ পুরো সংসারের হাল তার হাতে। বাড়িতে বাবা,মা,বোন আছে। তাই এই ভাবেই বছরের পর বছর কাটিয়ে আসছে দেবাঞ্জন। একটি দূর্ঘটনার পর বাবা চোখে দেখতে পান না, তার প্রতিবন্দ্বি ভাতা এবং মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও সংসারের উপকারে লাগে।

advertisement

আরও পড়ুনNorth 24 Parganas News: বাঁশ বেত-সহ বাংলার ঐতিহ্যের হস্তশিল্পের বেড়েছে কদর, মেলার আকর্ষণ শিল্পীদের সৃষ্টি

মাধ্যমিকের পর আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে চায় এই অভাবি দেবাঞ্জন। বর্তমানে তার পাশে দাঁড়িয়েছেন দশগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান। মাঝে আর কটা দিন পর মাধ্যমিক। ভাল রেজাল্ট করতে যায় দেবাঞ্জন। কিন্তু অভাব কিছুতেই তার পেছন ছাড়ে না। এ মত অবস্থায় দেবাঞ্জন কীভাবে তার পরিবার এবং নিজের স্বপ্নকে সফল করবে সবং জুড়ে এখন সেই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Digbijoy Mahali

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চূড়ান্ত অভাব, নিজে পেপার বিক্রি করে সংসার চলে, মাধ্যমিকের পর কী? সেই চিন্তায় দেবাঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল