TRENDING:

Madhyamik Examination 2024: অন্য মাধ্যমিক! বাবার শ্রাদ্ধ সেরে পরীক্ষায় বসল রূপঙ্কর

Last Updated:

মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা প্রদীপ দাস প্রয়াত হন। মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: এ এক অন্যরকম মাধ্যমিক। বাকিরা যখন দুরু দুরু বুকে পরীক্ষা হলে ঢুকছে এবং পরীক্ষা শেষে হাসিমুখে বেরিয়ে আসছে তখন বোলপুরের রূপঙ্কর দাসের গল্পটা পুরোপুরি অন্যরকম। বাবার শ্রাদ্ধ সেরে শুক্রবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় বসেছে এই কিশোর।
মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর দাস
মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর দাস
advertisement

আরও পড়ুন: মেয়ের বৌভাত থেকে ফেরার সময় গাড়ি উল্টে আশঙ্কাজনক কনের বাবা

ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয় মাধ্যমিককে। তার প্রস্তুতি ভালোভাবেই নিয়েছিল বোলপুর শহরের ত্রিশূলাপট্টি এলাকার রূপঙ্কর। কিন্তু গত মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা প্রদীপ দাস প্রয়াত হন। মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। মা ও ভাইকে নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না রুপঙ্কর। তবে সকলে বোঝানোর পর সে শোক সামলে মাধ্যমিক পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয়।

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রদীপবাবু। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার। বড় ছেলে রূপঙ্কর এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর ৪৮-এর প্রদীপ দাসের। পরীক্ষার ঠিক আগে বাবাকে হারিয়ে আকাশ ভেঙে পড়ে রূপঙ্করের মাথায়। তবে দমে যায়নি বোলপুর নিচুপট্টি নীরদবরণী বিদ্যালয়ের এই ছাত্র। মায়ের বোঝানোর পর শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যেই রূপঙ্কর হাজির হয়ে যায় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। পরে সে জানিয়েছে, বাবাও চেয়েছিল যাই হয়ে যাক পরীক্ষাটা যেন দিই। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাহবা জানিয়েছে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয়রা। নিচুপট্টি নীরদবরণী স্কুলের প্রধান শিক্ষক দীপেন্দু ধর বলেন, এমন ঘটনা আমাদের কাছে একটি নজির হয়ে রইল। ছেলেটির বাকি পরীক্ষাগুলোতে যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: অন্য মাধ্যমিক! বাবার শ্রাদ্ধ সেরে পরীক্ষায় বসল রূপঙ্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল