মইদুল মাধ্যমিক পরীক্ষার্থী। সে আরামবাগের ডিহিবাগনান কে বি রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কাপসিট হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল তাঁর। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় আর বসা হল না মইদুলের। তার আগেই প্রাণ কেড়ে নিল এক পথ দুর্ঘটনা।
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বড় ‘ঘোষণা’ মমতার! লোকসভার ‘টিকিট’ ঘিরে তুঙ্গে শোরগোল
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিদিকে নিয়ে বাইকে করে দুধ কিনতে বেরিয়েছিল মইদুল। বাড়ির পাশের দোকানে দুধ না পাওয়ায় দিদিকে ওই বাজারে নামিয়ে পাশের বাজারে যায়। সেখান থেকেই বাড়ি ফেরার সময় একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মইদুল ছিটকে পড়ে রাস্তার ধারে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব বাসের ভাড়া ফ্রি! ঘোষণা হল ‘এই’ জেলায়
সেখানেই মারাত্মক জখম হয় মইদুল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আরামবাগ থানার পুলিশ মইদুলকে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অনুমান অতিরিক্ত গতির জেরেই এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকা জুড়ে।