ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মোহনপুর এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মোহনপুরের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী কয়েকদিন আগে ঘাটাল থানা এলাকার মনশুকা গ্রামের এক নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছিল৷ ওই ছাত্রের অবশ্য দাবি, ঘুমের মধ্যেই সংসার পাতার স্বপ্ন দেখেছিল সে৷ আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই বিয়ে করে নেয় সে৷
advertisement
আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তা
পুলিশের দাবি, ওই ছাত্রের বয়স মাত্র ১৭ বছর ৫ মাস৷ তার স্ত্রী নবম শ্রেণির পড়ুয়া ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক ও চাইল্ড লাইনের সদস্যরা পৌঁছে যায় ছেলের বাড়িতে । ছেলের বাবার অসঙ্গত কথাবার্তায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বুঝতে দেরি হয়নি যে পাত্র ও পাত্রী দু' জনেই নাবালক ও নাবালিকা । দু' জনকেই তুলে নিয়ে যাওয়া হয় থানায়।
টানা প্রচার চললেও নাবালিকাদের বিয়ে বন্ধ হচ্ছে না৷ সচেতন হচ্ছেন না অভিভাবকদের একাংশও৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷