মধ্যমগ্রামের পশ্চিম চণ্ডীগড়ের বালক-কিশোর সংঘের কালীপুজো এবার ৭২ বছরে পা দিল। তাঁদের এবারের থিম ‘ভোগ’। ওয়েব সিরিজের আদলে রহস্যময় ও ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে এখানে। উদ্যোক্তাদের কথায়, ভোগ হল এক অপ্রাকৃত থ্রিলার। সেখানে অতীন নামে এক ব্যক্তি রহস্যময় মূর্তি এনে পুজো শুরু করতেই ঘটে যায় একের পর এক অলৌকিক ঘটনা। সেই গল্পই লাইভ শোয়ের মাধ্যমে মঞ্চস্থ হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। কলকাতার এক বনেদি বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। এই প্যান্ডেল দেখতে বিকেলের পর থেকেই দর্শনার্থীরা ব্যাপক ভিড় করছেন।
advertisement
অন্যদিকে মধ্যমগ্রামের অন্যতম বড় পুজো ইয়ং রিক্রেশন ক্লাবের এবারের থিম ‘বুদ্ধং শরণং গচ্ছামি’। সুভাষ ময়দানে তৈরি হয়েছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এবং বিশ্বের অন্যতম সোনার বুদ্ধ মূর্তির প্রতিরূপ। ফাইবার, প্লাই এবং বাঁশের কাঠামোয় তৈরি মণ্ডপ মানুষের নজর কাড়ছে।
এছাড়া দক্ষিণায়ন শ্যামাপুজো কমিটির থিম ‘নির্বাক সত্য’, অগ্রগামী সংঘের ৫৫ তম বর্ষের ভাবনা ‘বিবর্তন’, চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের ৫৭ তম বর্ষে নিবেদন ‘প্যারিসের অপেরা হাউস’। স্টেশন সংলগ্ন রেললাইনের পাড়ের এই পুজো এবার মানুষের মধ্যে ব্যাপক আকর্ষণ তৈরি করেছে। মিলন চক্র উপস্থাপনা করেছে ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। বাঙালির আবেগকে মণ্ডপে তুলে ধরা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর পাশাপাশি বসুনগর প্রতাপ সংঘের ১৮ তম বর্ষের থিম ‘লোকজ’, নবজাগরণ সংঘ ৫৯ তম বর্ষে ‘বাংলার হস্তশিল্পের দশাবতার’ ও রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব রাজস্থানের হাওয়া মহলকে মণ্ডপ হিসেবে তুলে ধরেছে। বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব এবার ফুটিয়ে তুলছে আদিবাসী জীবন। বিশেষ আকর্ষণ হিসেবে ইয়ং অ্যাসোসিয়েশনের থিম ‘শতবর্ষে মহানায়ক’ বেশ সাড়া ফেলেছে এবং বিধান পল্লী যুব গোষ্ঠীর থিম ‘জঙ্গলমহল’ও দর্শনার্থীদের নজর কাড়ছে। সব মিলিয়ে, কালীপুজোকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা মধ্যমগ্রাম।