প্রথম থেকেই স্টেজে রীতিমতো রক ফায়ার দুই বোন। বলিউড সিঙ্গার থেকে বাংলার নচিকেতা সহ নানা শিল্পীদের একাধিক গান, পাশাপাশি নিজেদের তৈরি গান গেয়ে রীতিমতো শ্রোতাদের মন জয় করলেন অঙ্কিতা ও অন্তরা। নতুন বছরে তাদের গুণমুগ্ধ ভক্তদের জন্য আরও নতুন কিছু চমক আনতে চলেছেন তারা বলেই জানালেন। বাংলা সিনেমার প্লেব্যাক থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউকোলেলের সঙ্গে তাল রেখে নানা গান নিজেদের মতো করে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় এই দুই বোনকে। অনন্ত আম্বানির রাজকীয় বিয়েতেও দুই বোনের এই জুটির গান পরিবেশনের আমন্ত্রণ মেলে। সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার্স সংখ্যা এখন বাঘা বাঘা গায়ক গায়িকাদেরও লজ্জায় ফেলে দেয়। এদিন মধ্যমগ্রামেও যেন তারই ঝলক দেখল সকলে।
advertisement
আরও পড়ুন : মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ, কব্জি চিরে…মা, ৪ বোনের নিথর দেহ দেখিয়ে খুনের বিবরণ দিলেন যুবক! ভাইরাল ভিডিও!
ভক্তদের সঙ্গেই স্টেজ থেকে রিল ভিডিও বানানো, সকলে মিলে একসঙ্গে কোমর দোলানোর আবদার, এভাবেই যেন শ্রোতাদের মন জিতে নিলেন নন্দী সিস্টার্স অর্থাৎ অন্তরা ও অঙ্কিতা। অনুষ্ঠান শেষে শ্রোতাদের এমন ভালোবাসা পেয়ে তারাও বেশ খুশি বলেই জানালেন নন্দী সিস্টার্স।