নানা ধরনের বিদেশি প্রজাতির পোষ্য কুকুরকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন বহু পোষ্য মালিক। দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের বিচারে এই ডগ শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পোষ্যদের ১-৮ নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সেরার সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। বিচার প্রক্রিয়ায় পোষ্যদের পরিচর্যা, দাঁত, ত্বক, লোমের গুণমান থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সমস্ত দিক বিচার করেই সেরা পোষ্য নির্বাচন করা হয় বলে জানান উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনঃ বছরের শুরুতেই রঘুনাথগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষে একজনের মৃত্যু, গুরুতর জখম আরও ৩
ডগ শো-য়ে অংশগ্রহণকারী পোষ্য মালিকরা জানান, ডগ ফুডের পাশাপাশি বাড়িতে তৈরি ভাত, মাংস, কাঁচকলা, মিষ্টি কুমড়োর মতো খাবার পোষ্যদের সুস্থ ও হেলদি রাখতে বিশেষভাবে উপকারী। পাশাপাশি পোষ্যদের চিকিৎসার ক্ষেত্রে নিয়ম মেনে প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে উদ্যোক্তারা স্বীকার করেন, বর্তমানে দক্ষ ও প্রশিক্ষিত পেট সার্জেন্ট ও পশু চিকিৎসকের অভাব রয়েছে, যা ভবিষ্যতে পোষ্য পালনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিনের ডগ শো-য়ে ডোবারম্যান, ল্যাব্রাডর, পমেরানিয়ান সহ বিভিন্ন প্রজাতির কুকুর অংশ নেয়। অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু মানুষ ও পশুপ্রেমীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডগ শো আগামীকালও চলবে, যেখানে আরও বেশি দর্শক ও পোষ্যপ্রেমীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।





